কৃষকদের কাছ থেকে ধান কেনার কর্মসূচিতে কি বললেন কৃষিমন্ত্রী? দেখুন ভিডিও

স্টাফ রিপোর্টার, উদয়পুর, ৮ জুন।। কৃষকদের অবস্থা বিবেচনা করে করোণা ভাইরাস সংক্রমণ জনিত পরিস্থিতির মধ্যেও গোমতী জেলার উদয়পুর মাতাবাড়িতে ধন্য মানিক্য মুক্তমঞ্চে সরকারি সহায়ক মূল্যে মঙ্গলবার ধান ক্রয় করা হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের আনুষ্ঠানিক সূচনা করেন, কৃষি মন্ত্রী প্রনজিৎ রায়।
আমাদের অঙ্গীকার কৃষক বন্ধুদের পাশে থাকবে সরকার।

এই কথাকে সামনে রেখে খাদ্য, জনসংভরন ও ক্রেতাস্বার্থ বিষয়ক দপ্তরের উদ্যোগে মঙ্গলবার থেকে পুনরায় কৃষকদের কাছ থেকে সরাসরি ধান কেনার কর্মসূচির সূচনা করা হয় গোমতী জেলায়।

মঙ্গলবার উদয়পুর মাতাবাড়ি ধন্যমানিক্য মুক্ত মঞ্চ প্রাঙ্গণে এই কর্মসূচির উদ্ভোধন হয়। উদ্বোধন করেন কৃষি পরিবহন ও পর্যটন দপ্তরের মন্ত্রী প্রনজিৎ সিংহ রায়।

এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাতাবাড়ির বিধায়ক বিপ্লব কুমার ঘোষ, উদয়পুর মহকুমা শাসক অনিরুদ্ধ রায়, খাদ্য দপ্তরের অধিকর্তা তপন কুমার দাস, মাতাবাড়ি পঞ্চায়েত সমিতির চেয়ারপার্সন সুজন সেন, কৃষি দপ্তরের গোমতী জেলার উপ অধিকর্তা প্রিয়ব্রত বৈদ্য, মাতাবাড়ি কৃষি তত্ত্বাবধায়ক অজয় দেববর্মা সহ বিশিষ্ট জনেরা।

https://www.facebook.com/pranajitsingharoy/videos/234763741364968/

এদিন মন্ত্রী সবুজ পতাকা নেড়ে সহায়ক মূল্যে কৃষকদের থেকে ক্রয় করা ধান বোঝাই ট্রাক গাড়িটি রওয়ানা করেন।

করোনাভাইরাস সংক্রমণজনিত পরিস্থিতিতে ওদের কাছ থেকে সহায়ক মূল্যে ক্রয় করায় সন্তোষ ব্যক্ত করেছেন কৃষকরা। সরকারি সহায়ক মূল্যে ক্রয় করা তারা লাভবান হয়েছেন বলেও স্বীকার করেন।

 

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?