অনলাইন ডেস্ক, ৮ জুন।। দেশে অভিবাসী প্রবাহ থামাতে মধ্য আমেরিকায় তিন দিনের কূটনৈতিক সফরে রয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। সেখানে যুক্তরাষ্ট্রে অভিবাসন প্রত্যাশীদের উদ্দেশে তার বার্তা একটিই, ‘আসবেন না’।
আলজাজিরা জানায়, সোমবার গুয়াতেমালার প্রেসিডেন্ট আলেহান্দ্রো গিয়ামাত্তেই’র সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে অংশ নেন কমলা।
সেখানে জানান, যুক্তরাষ্ট্রমুখী অভিবাসন ঠেকাতে গুয়াতেমালা, এল সালভেদর ও হন্ডুরাসের জনগণকে নিরুৎসাহিত করাকে তারা গুরুত্বের সঙ্গে দেখছেন। মূলত অভিবাসন প্রত্যাশীদের মধ্যে এ তিন দেশের নাগরিকই বেশি।
কমলা হ্যারিস জানান, সীমান্ত সুরক্ষিত রাখতে মার্কিন বাহিনীর আইন প্রয়োগ চলতে থাকবে। যদি কেউ সীমান্ত অতিক্রম করতে চায় তাদের ফিরিয়ে দেওয়া হবে। এরপর এক কথায় বলেন, “আসবেন না, আসবেন না। ”
গত জানুয়ারিতে যুক্তরাষ্ট্র প্রশাসনের দায়িত্ব নেন প্রেসিডেন্ট জো বাইডেন। এরপর দারিদ্র্য ও দুর্নীতির চাপে মধ্য আমেরিকা ত্যাগ করে আসা দেশান্তরিতদের স্রোতে চাপে মুখে রয়েছে দেশটি।
এ দিন মানবপাচার, মাদক চোরাচালান ও দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ে নতুন পদক্ষেপ নেওয়ার ঘোষণাও দেন কমলা হ্যারিস। আরও জানান, গুয়াতেমালার প্রেসিডেন্ট উত্তর ও দক্ষিণ সীমান্তে অভিবাসী প্রত্যাশীদের ঠেকাতে যুক্তরাষ্ট্রের সঙ্গে কাজ করতে সম্মত হয়েছে।
মাদক চোরাচালান ও পাচারের বিরুদ্ধে টাস্কফোর্স গঠনে যুক্তরাষ্ট্র সাহায্য করবে বলেও জানান তিনি।
প্রেসিডেন্ট জো বাইডেন যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্তে আশ্রয়প্রার্থীর সংখ্যা বৃদ্ধির পেছনের কারণগুলোর সমাধানে দায়িত্ব দিয়েছেন কমলা হ্যারিসকে। যার অংশ হিসেবে মার্কিন ভাইস প্রেসিডেন্টের দায়িত্ব পাওয়ার পর তার প্রথম এ সফর।