স্টাফ রিপোর্টার, জোলাইবাড়ি, ৮ জুন।। দক্ষিণ ত্রিপুরা জেলার জোলাইবাড়ির বাইখোরা থানা এলাকার কলসি এডিসি ভিলেজে রেগার কাজ পরিদর্শন করতে গিয়ে আক্রান্ত হয়েছেন বিএসসির চেয়ারম্যান অশোক মগ সহ তিনজন।তিপ্রা মথা দলের সদস্যরা বিএসির চেয়ারম্যানের ওপর আক্রমণ সংগঠিত করে বলে অভিযোগ।
ত্রিপুরা স্ব-শাসিত জেলা পরিষদ নির্বাচনে তিপ্রা মথা জয়ী হওয়ার পর থেকে জেলা পরিষদ এলাকার উন্নয়নমূলক কাজ কর্মে নানাভাবে বাধার সৃষ্টি করা হচ্ছে। বিএসি এবং ভিলেজ কমিটি গুলিতে আধিপত্য বিস্তারের লক্ষ্যে তিপ্রা মথা হামলা হুজ্জোতি শুরু করেছে বলে অভিযোগ। একের পর এক বিভিন্ন বিএসি এবং ভিলেজ কমিটি গুলিতে তারা হামলা অব্যাহত রেখেছে।
মঙ্গলবার দক্ষিণ ত্রিপুরা জেলার জোলাই বাড়ির কলসি এবং কলসিমুখ এডিসি ভিলেজে রেগার কাজ শুরু করা হয়। গত বেশ কিছুদিন ধরেই রেগা সহ অন্যান্য উন্নয়নমূলক কাজ পরিচালনার ক্ষেত্রে বাধার সৃষ্টি করা হচ্ছিল। জোলাই বাড়ি ব্লকের বি এস সি এর চেয়ারম্যান অশোক মগ এই অচলাবস্থা কাটিয়ে উন্নয়নমূলক কাজ শুরু করার জন্য ব্লক আধিকারিকের সঙ্গে কথা বলেন। সে অনুযায়ী কাজ শুরু করার উদ্যোগ গ্রহণ করা হয়।
সোমবার পঞ্চায়েত সচিব এবং জিআরএসের সঙ্গে এসব বিষয় নিয়ে কথা বলেন বিএসির চেয়ারম্যান। সে অনুযায়ী মঙ্গলবার সকাল থেকে রেগার কাজ শুরু করা হয়। পঞ্চায়েত সচিব এবং জিআরএস বিএসির চেয়ারম্যানকে অনুরোধ করেছিলেন রেগার কাজ পরিদর্শন করে যাওয়ার জন্য।
সে অনুযায়ী মঙ্গলবার বিএসসির চেয়ারম্যান দুজন বিজেপির দুজন কর্মকর্তাকে সঙ্গে নিয়ে রেগার কাজ পরিদর্শন করতে গেলে তার ওপর হামলা চালায় তিপ্রা মথা দলের সদস্যরা।
হামলায় বিএসির চেয়ারম্যানসহ তিনজন আহত হন। তারা তিনজনই জোলাই বাড়ি প্রাথমিক হাসপাতালে প্রাথমিক চিকিৎসা করান। এ ব্যাপারে বিএসসি চেয়ারম্যান বাইখোরা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
বিএসির চেয়ারম্যান এর উপর তিপ্রা মথা দলের হামলার ঘটনাকে কেন্দ্র করে তীব্র ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে। ফের যেকোনো সময় হিংসাত্মক কার্যকলাপের সংঘটিত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। ক্ষমতা দখলকে কেন্দ্র করেই এই হামলা করা হয় বলে জানা গেছে।