অনলাইন ডেস্ক, ৮ জুন।। দুই বছরের বেশি সময়ের পর আন্তর্জাতিক গোলের দেখা পেয়েছেন টমাস মুলার। ইউরোর মূল লড়াই শুরুর আগে জার্মানিও প্রস্তুতি সেরেছে লাটভিয়াকে ৭-১ গোলে উড়িয়ে।
চারবারের বিশ্ব চ্যাম্পিয়নদের হয়ে প্রথমার্ধে গোল উৎসব শুরু করেন রবিন গোসেন। এরপর ম্যানচেস্টার সিটির ইলকে গুন্দোগান, বায়ার্ন মিউনিখের দুই তারকা মুলার ও সের্গে নাব্রি একে একে প্রতিপক্ষের জাল খুঁজে নেন। তার মধ্যে ৩৯তম মিনিটে আত্মঘাতী গোল হজম করে বসে লাটভিয়া।
দ্বিতীয়ার্ধে গোলদাতার তালিকায় নাম লেখান চেলসি স্ট্রাইকার টিমো ভেরনার ও বায়ার্নের লেরয় সানে। সপ্তম গোল হজমের আগে ৭৬তম মিনিটে একটি গোল শোধ করে লাটভিয়া।
এই ম্যাচ দিয়ে প্রথম জার্মান গোলরক্ষক হিসেবে ১০০তম ম্যাচ খেলার মাইলফলক গড়লেন অধিনায়ক ম্যানুয়েল নয়্যার। ম্যাচ শুরুর আগে বায়ার্ন গোলরক্ষককে ‘গার্ড অব অনার’ দেন সতীর্থরা।
ইউরোর পরে জার্মানির দায়িত্ব ছাড়তে যাওয়া কোচ জোয়াকিম লো’র শিষ্যরা আগের ম্যাচে ১-০ গোলে ড্র করে ডেনমার্কের বিপক্ষে।
তিনবারের ইউরো চ্যাম্পিয়নরা আসরে প্রথম ম্যাচ খেলবে ১৫ জুন, বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্সের বিপক্ষে। ‘এফ’ গ্রুপে তাদের বাকি দুই প্রতিপক্ষ হলো পর্তুগাল ও হাঙ্গেরি।
লাটভিয়ার বিপক্ষে এই জয় যেন ২০১৪ বিশ্বকাপের সেই স্মৃতিই মনে করিয়ে দিল জার্মানি। সেই আসরের বিশ্ব চ্যাম্পিয়নরা বেলো হরিজন্তের সেমিফাইনালে স্বাগতিক ব্রাজিলকে কাঁদিয়ছিল ৭-১ গোলে উড়িয়ে দিয়ে।