অনলাইন ডেস্ক, ৮ জুন।। শ্রীলঙ্কা ক্রিকেটের (এসএলসি) সঙ্গে দ্বন্দ্ব বিদ্যমান থাকার মধ্যে চুক্তি ছাড়াই ইংল্যান্ড সফরে যেতে রাজি হয়েছে লঙ্কান ক্রিকেটাররা।
বোর্ডের গভর্নিং বডির নতুন প্রস্তাবিত চুক্তি প্রকল্পের ভিত্তি তৈরি হওয়ায় ও খেলোয়াডদের মূল্যায়ন সম্পর্কে সুনির্দিষ্ট বিবরণ প্রকাশের প্রতিশ্রুতি দেওয়ায় এই সফরে যেতে রাজি হয়েছে লঙ্কানরা।
এর আগে ইংলিশদের বিপক্ষে সিরিজের জন্য স্কোয়াড ঘোষণার একদিন পরে এসএলসি ও ক্রিকেটারদের মধ্যকার সেই পুরোনো দ্বন্দ্ব আবার মাথাচাড়া দিয়ে ওঠে। শঙ্কায় পড়ে যায় শ্রীলঙ্কার ইংল্যান্ড সফর।
এই সিরিজের জন্য লঙ্কানদের নির্বাচিত ক্রিকেটাররা সহ মোট ৩৮ জন খেলোয়াড় এসএলসির দেওয়া সফর চুক্তিটি প্রত্যাখ্যান করেন।
গত অক্টোবর থেকে বোর্ডের সঙ্গে কেন্দ্রীয় চুক্তি নেই লঙ্কান ক্রিকেটারদের। গত চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর থেকে খেলোয়াড়রা অস্থায়ী ও সফর চুক্তির ভিত্তিতে খেলে যাচ্ছেন। ইংল্যান্ড সফরের আগে কেন্দ্রীয় চুক্তিকে ঘিরে চলমান ঘটনায় চুক্তিতে স্বাক্ষর করতে রাজি ছিলেন না শ্রীলঙ্কার ৩৮ ক্রিকেটার।
মঙ্গলবার সন্ধ্যায় ইংল্যান্ড সফরে উদ্দেশ্যে দেশ ছাড়বে শ্রীলঙ্কা। এরর কোয়ারেন্টিন কাটিয়ে ইংলিশদের বিপক্ষে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি সিরিজ খেলবে তারা। এই সিরিজ শুরু হবে ২৩ জুন থেকে।