অনলাইন ডেস্ক, ৮ জুন।। রোশন সিং ও শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের সম্পর্কে ফাটল ধরেছে বছর খানেক আগে। কিন্তু তিক্ততা ভুলে কলকাতার এ নায়িকার সঙ্গে সংসার করতে চান সাবেক উড়োজাহাজ ক্রু রোশন।
হিন্দু বিবাহ আইনের ৯ নম্বর ধারায় ‘রেস্টিটিউশন অব কনজুগাল রাইটস’ বলে একটি ধারা রয়েছে। সোমবার এর মাধ্যমে আপাতত বিবাহবিচ্ছেদ রুখে দিলেন রোশন।
নিন্দুকেরা মনে করছেন, বিবাহবিচ্ছেদের পর খোরপোশের চাপ থেকে নিজেকে মুক্ত করার জন্য এই পদক্ষেপ নিয়েছেন রোশন।
তবে রোশন মনে করেন, শ্রাবন্তীর যেমন জীবন যাপনের জন্য তার আর্থিক সাহায্যের প্রয়োজন নেই, তেমনই রোশনও শ্রাবন্তীর মুখাপেক্ষী নন। তিনি কেবল মাত্র অভিনেত্রীর সঙ্গে সংসার করতে চান। সামনের জুলাইয়ে রোশনের আবেদনের ভিত্তিতে শ্রাবন্তীকে তলব করেছে আদালত।