ধলাই জেলায় রেগা সহ বিভিন্ন উন্নয়ন প্রকল্পের পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার, আমবাসা, ৮ জুন।। এমজিএন রেগা, সাংসদ উন্নয়ন তহবিলের অর্থ এবং এনইসি-র দেওয়া অর্থে ধলাই জেলার বিভিন্ন ব্লকে রূপায়িত প্রকল্প ও কর্মসূচির অসমাপ্ত কাজ দ্রুত সম্পন্ন করার লক্ষ্যে সম্প্রতি ধলাই জেলার জেলাশাসক ও সমাহর্তার কনফারেন্স হলে এক সভা অনুষ্ঠিত হয়।

সভায় জেলাশাসক ও সমাহর্তা গোভেকার ময়ূর রতিলাল, জেলার অতিরিক্ত জেলাশাসক ও সমাহর্তা মহঃ মোসলেম উদ্দিন আহমেদ, জেলার ৮টি ব্লকের বিডিও সহ সংশ্লিষ্ট কর্মসূচির সাথে যুক্ত রাজ্য সরকারের সবকটি দপ্তরের আধিকারিকগণ উপস্থিত ছিলেন। সভার শুরুতে এমজিএন রেগা প্রকল্পের অসমাপ্ত কাজ দ্রুত শেষ করতে জেলাশাসক গুরুত্ব আরোপ করেন। এই প্রকল্পের সাথে প্রতিটি ব্লকের বিডিও, কৃষি দপ্তরের আধিকারিক সহ সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকদের জেলা শাসক প্রয়োজনীয় নির্দেশ দেন।

এই প্রকল্পে জেলার ৮টি ব্লক এলাকায় ৪ জুন পর্যন্ত ১৪ লক্ষ ১৩ হাজার ৮২ হাজার শ্রমদিবস সৃষ্টি হয়েছে। এজন্য বায় হয়েছে ২৯ কোটি ৯৫ লক্ষ ৭৩ হাজার ৩৮৪ টাকা। রেগা প্রকল্পে সহ বিভিন্ন প্রকল্পে ধলাই জেলার বিভিন্ন ব্লক এলাকায় ২০১৮-১৯ অর্থবছরের ৬৮টি অসমাপ্ত কাজ এবং ২০১৯-২০ অর্থবছরের ৪১২টি অসমাপ্ত কাজ সম্পর্কে সভায় পর্যালোচনা করা হয় এবং কাজগুলি দ্রুত শেষ করতে জেলাশাসক নির্দেশ দেন।

জেলাশাসক সাংসদ উন্নয়ন তহবিলের অর্থে ২০১৯-২০ অর্থবছর নেওয়া বিভিন্ন প্রকল্পের কাজের অগ্রগতির খোজ খবর নেন। এই প্রকল্পের অসমাপ্ত কাজ শেষ করার উপর জেলাশাসক গুরুত্ব দেন। তাছাড়া এন ই সি-র প্রোজেক্টের কাজের অগ্রগতি সম্পর্কে ও জেলাশাসক খোজ খবর নেন।

এই প্রোজেক্টর অসমাপ্ত কাজ শেষ করতে জেলা শাসক সংশ্লিষ্ট আধিকারিকগণদের প্রয়োজনীয় ভূমিকা নিতে বলেন। সভায় অতিরিক্ত জেলাশাসক ও সমাহর্তা মহঃ মোসলেম উদ্দিন আহমেদ মুখ্যমন্ত্রী স্ব-নির্ভর যোজনা নিয়ে আলোচনা করেন।

 

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?