রেডক্রস সোসাইটির পক্ষ থেকে ত্রিপুরা মেডিকেল কলেজ হাসপাতালকে অ্যাম্বুলেন্স প্রদান

স্টাফ রিপোর্টার, আগরতলা, ৮ জুন।। ইন্ডিয়ান রেডক্রস সোসাইটি ত্রিপুরা রাজ্য শাখার পক্ষ থেকে ত্রিপুরা মেডিকেল কলেজ হাসপাতালকে একটি অ্যাম্বুলেন্স প্রদান করা হয়েছে। মঙ্গলবার এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মধ্য দিয়ে ইন্ডিয়ান রেড ক্রস সোসাইটি ত্রিপুরা স্টেট কমিটির পক্ষ থেকে একটি এম্বুলেন্সের চাবি ত্রিপুরা মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষের হাতে তুলে দেওয়া হয়েছে।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইন্ডিয়ান রেড ক্রস সোসাইটি ত্রিপুরা রাজ্য জেনারেল সেক্রেটারি প্রসেনজিৎ বিশ্বাস , বিজেপি রাজ্য সভাপতি ডাক্তার মানিক সাহা ও ত্রিপুরা মেডিকেল কলেজের সুপার ডাক্তার অরিন্দম দত্ত ও ত্রিপুরা মেডিকেল কলেজের সি ও স্বপন সাহা প্রমুখ।

অ্যাম্বুলেন্স প্রদান অনুষ্ঠানে ইন্ডিয়ান রেড ক্রস সোসাইটি ত্রিপুরা রাজ্য সম্পাদক প্রসেনজিৎ বিশ্বাস বলেন, সাড়ে ৮ লক্ষ টাকা ব্যয়ে অ্যাম্বুলেন্সটি ক্রয় করা হয়েছে।

করোনা পরিস্থিতিতে ত্রিপুরা মেডিকেল কলেজ হাসপাতালকে যেহেতু ডেডিকেটেড কোভিড হাসপাতাল হিসেবে চিহ্নিত করা হয়েছে সেজন্যই পরিষেবার কাজে লাগানোর জন্য রেডক্রস সোসাইটির পক্ষ থেকে অ্যাম্বুলেন্স ত্রিপুরা মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষের হাতে তুলে দেওয়া হয়েছে।

করোনা পরিস্থিতিতে রেডক্রস সোসাইটির ত্রিপুরা শাখার পক্ষ থেকে মেডিকেল কলেজ হাসপাতালকে একটি এম্বুলেন্স প্রদান করে সহযোগিতার হাত সম্প্রসারিত করায় মেডিকেল কলেজ কর্তৃপক্ষের পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে।

 

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?