স্টাফ রিপোর্টার, আগরতলা, ৮ জুন।। পিপলস রিলিফ ভলেন্টিয়ার আগরতলা শাখার উদ্যোগে মঙ্গলবার পোস্ট অফিস চৌমুহনী এলাকায় রান্না করা খাবার সরবরাহ করা হয়েছে। করোণা ভাইরাসের সংক্রমণ জনিত পরিস্থিতিতে অটো টমটম রিস্কা সহ অন্যান্যদের রুটিরুজি থমকে পড়েছে।
পরিবার প্রতিপালন করা রীতিমতো কষ্টকর হয়ে উঠেছে। অনেকেই করোনা আক্রান্ত হয়ে হোম আইসোলেশনে রয়েছেন। সরকার তাদের জন্য যেসব ব্যবস্থা গ্রহণ করেছে তা যথেষ্ট নয়। সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারি সংস্থাগুলো এগিয়ে আসা প্রয়োজন।
এই সংকটময় মুহূর্তে এটি কারো প্রতি দয়া দাক্ষিণ্য নয়। সামাজিক দায়িত্ববোধের অঙ্গ হিসেবে ধরনের দায়িত্ব পালন করা প্রয়োজন। এ ধরনের দায়িত্ববোধ নিয়েই পিপলস রিলিফ ভলেন্টিয়ার্স গত কয়েকদিন ধরে রাজধানী আগরতলা শহর শহরের বিভিন্ন স্থানে রান্না করা খাবার সরবরাহ, মাক্স স্যানিটাইজার প্রদান সহ নানা সামাজিক কর্মসূচি পালন করে চলেছে।
এর অঙ্গ হিসেবেই মঙ্গলবার রাজধানী আগরতলা শহরের প্রাণকেন্দ্র পোস্ট অফিস চৌমুহনী এলাকায় শতাধিক পথচারী রিস্কা চালক অটো চালক ও টমটম চালকের মধ্যে রান্না করা খাবার সরবরাহ করেছে পিপলস রিলিফ ভলেন্টিয়াররা।
স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মকর্তারা জানিয়েছেন আগামী দিনগুলিতে তাদের এ ধরনের কর্মসূচি অব্যাহত থাকবে। এ ধরনের কর্মসূচি চালিয়ে যেতে যারা নানাভাবে সহযোগিতা রাহাত সম্প্রসারিত করেছেন তাদের প্রতি স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে।
এর উদ্যোগে রান্না করা খাবার বিতরণ আগরতলার পোস্ট চৌমুহনী এলাকায় উপস্থিত ছিলেন পিপলস রেলিফ ভলেন্টিয়ার্স সদস্য প্রায় ১০০ জন রিকশাচালক টমটম চালক এবং প্রচলিত জনগণ