স্টাফ রিপোর্টার, আগরতলা, ৭ জুন।। করোনা পরিস্থিতিতে রাজ্যবাসীর পাশে দাঁড়ালো ওটিপিসি। সোমবার জিবি হাসপাতাল সাড়ে আট লক্ষাধিক টাকার চিকিৎসা সামগ্রী প্রদান করেছে ওটিপিসি।রাজ্যের প্রথম হাসপাতাল জিবি মেডিকেল কলেজ হাসপাতালের রোগী কল্যাণ সমিতির আহবানে সাড়া দিয়ে ওটিপিসির পক্ষ থেকে সোমবার বেশ কিছু স্বাস্থ্য সরঞ্জাম তুলে দেয়া হয় জিবি হাসপাতালের ডাক্তারদের হাতে । সরঞ্জামগুলি কোভিড রোগীদের আরো উন্নত পরিষেবা দেওয়ার জন্যই প্রদান করা হয় । সোমবার দুপুরে আগরতলার এজিএম সিতে স্বাস্থ্য দপ্তরের কর্মকর্তা ছাড়াও পশ্চিম ত্রিপুরার সংসদ তথা জিবি হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান প্রতিমা ভৌমিক এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সাংবাদিকের মুখোমুখি হয়ে পশ্চিম ত্রিপুরার সংসদ প্রতিমা ভৌমিক জানান, ওটিপিসি রোগী কল্যাণ সমিতির আহবানে সাড়া দিয়ে ৮ লক্ষ ৫৫ হাজার ৫০০ টাকার স্বাস্থ্য সরঞ্জাম প্রদান করেছে। তিনি তথ্য দিতে গিয়ে জানান জিবি হাসপাতালে করোনা আক্রান্ত শিশুদের জন্য ৩০টি বেড সংরক্ষণের ব্যবস্থা করা হয়েছে। শিশুদের চিকিৎসার জন্য সব ধরনের ব্যবস্থা রয়েছে বলেও তিনি জানান। সাংসদ প্রতিমা তথ্য দিতে গিয়ে আরো জানান দেশে করুণায় মৃত্যুর হার ১ দশমিক ১৮ শতাংশ। সে ক্ষেত্রে ত্রিপুরায় মৃত্যুর হার অনেক কম। মৃত্যুহার শূন্য দশমিক ৯৯ শতাংশ বলে তিনি জানান।
তিনি আরো বলেন সোমবার থেকে এ এন এম প্রশিক্ষণপ্রাপ্ত স্বেচ্ছাসেবীদের জিবি হাসপাতালে কোভিড কেয়ার সেন্টারে পরিষেবার কাজে নিযুক্ত করা হয়েছে। এখন থেকে সন্ধ্যা ছটা থেকে পরদিন সকাল দশটা পর্যন্ত একজন ডাক্তার ওয়ার্ডে অন ডিউটিতে থাকবেন বলেও জানান তিনি। এছাড়া দুজন মেডিসিন স্পেশালিস্ট সহ তিনজন ডাক্তার অন ডিউটিতে থাকবেন বলেও জানিয়েছেন সাংসদ প্রতিমা ভৌমিক। করোনা পরিস্থিতি মোকাবেলায় চিকিৎসক-নার্স স্বাস্থ্য কর্মী সহ অন্যান্যরা যেভাবে সহযোগিতার হাত সম্প্রসারিত করেছেন সেজন্য তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।