জোলাইবাড়ী বাজারে ভবঘুরদের খাবার বিতরণ করলেন ‘বন্ধুর নাম সুদীপ’ টিমের সদস্যরা

স্টাফ রিপোর্টার, জোলাইবাড়ী, ৭ জুন।। জোলাইবাড়ী বাজারে ভবঘুরদের খাবার বিতরন করলো বন্ধুর নাম সুদীপ টিমের সদস্যরা। করোনা ভাইরাসের দ্বীতিয় পর্যায়ে গরীব অংশের লোকজন ও করোনা আক্রান্ত লোকজনদের পাশে দারানোর অঙ্গীকার বদ্ধ হয়েছে সুদীপ রায় বর্মনের অনুগামীরা। সারা রাজ্যের সাথে তালমিলিয়ে লোকজদের সাহায্যের হাত বাড়ীয়ে দিয়েছে জোলাইবাড়ীর সুদীপ রায় বর্মনের অনুগামীরা।

উনারা বিগত দিনে করোনা আক্রান্ত লোকজন ও গরীব অংশের লোকজনদের মধ্যে প্রতিনিয়ত খাদ্য সামগ্রী বিতরন করেযাচ্ছে।  রাজ্য সরকারের নির্দেশঅনুযায়ী সমগ্র রাজ্যজুরে চলছে কারফিউ।  যায়ফলে বাজারে থাকা ভবঘুরেরা সঠিকভাবে খাবার পাচ্ছেনা। এইভবভুরদের সাহায্যার্থে এগিয়ে আসলো সুদীপ রায় বর্মনের অনুগামীরা।

সোমবার ৩৮ জোলাইবাড়ী বিধানসভার সুদীপ সেনারা জোলাইবাড়ী বাজিরের ভবঘুরদের মধ্যে খাবার বিতরনকরে। আজকের এই কর্মসূচীর কথা সংবাদমাধ্যমের সামনে জানান জোলাইবাড়ীর সুদীপ রায় বর্মনের অনুগামী পুলক ভৌমিক।  উনারা জানান উনাদের এইধরনের অভিযান প্রতিনিয়ত জারী থাকবে।  সুদীপরায় বর্মনের অনুগামীদের এই ধরনের উদ্দ্যোগকে সকলে সাধুবাদ জানিয়েছেন।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?