দ্রুত ২৫ কোটি ডলারের বেশি আয়ের মাইলফলক অর্জন করেছে ‘এফনাইন’

অনলাইন ডেস্ক, ৮ জুন।। করোনার সাপেক্ষে ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস’ সিরিজের সাম্প্রতিক কিস্তি আন্তর্জাতিক বক্স অফিসে শুরু থেকেই রেকর্ড গড়ে চলেছে। এবার দ্রুত ২৫ কোটি ডলারের বেশি আয়ের মাইলফলক অর্জন করেছে হাই-অকটেন অ্যাকশন ফ্র্যাঞ্চাইজি ‘এফনাইন’।

ভিন ডিজেল, জন সিনা ও মিশেল রদ্রিগেজ অভিনীত সিনেমাটি শুধু চীনের বাজার থেকেই তুলে নিয়েছে ২০ কোটি ডলারের বেশি।

এটা ঠিক যে অতিরিক্ত বাজেটের কারণে ‘এফনাইন’-এর টিকিট বিক্রিও হতে হবে বেশি।সেই ধারায় অব্যাহত রয়েছে বিদেশের মার্কেটে।

একাধিক কারণে সিনেমাটি আন্তর্জাতিক কয়েকটি বাজারে ছাড়া হয়েছে আগে। ২৫ জুন মুক্তি পাবে যুক্তরাষ্ট্রে। এরপর যুক্তরাজ্যসহ বেশ কয়েকটি দেশে প্রবেশ করবে একই মাসে। তবে বোঝাই যাচ্ছে, উত্তর আমেরিকায় সামার ব্লকবাস্টারে পরিণত হতে যাচ্ছে ‘এফনাইন’।

সর্বশেষ উইকএন্ডে চীনে ৮৮ লাখ ডলার আয় করে ছবিটি। এর মাধ্যমে করোনাকালে দেশটিতে সবচেয়ে বেশি আয়ের দৌড়ে হারিয়ে দিল ‘গডজিলা ভার্সেস কং’কে, তা অবশ্য হলিউড সিনেমার হিসেবে। এ ছাড়া ‘এফনাইন’ কোরিয়ায় ১.৭৭ কোটি ডলার ও রাশিয়ায় আয় করেছে ১.৫৮ কোটি ডলার।

এ দিকে আন্তর্জাতিক বাজারে সুপারন্যাচারাল হরর সিনেমা ‘দ্য কনজুরিং: দ্য ডেভিল মেড মি ডু ইট’ প্রথম উইকএন্ডে আয় করেছে ২.৬৮ কোটি ডলার। উত্তর আমেরিকা মিলিয়ে এ আয় সাড়ে ৫ কোটি ডলারের বেশি।

এ ছাড়া আগের সপ্তাহে মুক্তি পাওয়া আরেক হরর ছবি ‘আ কোয়ায়েট প্লেস পার্ট টু’ বিশ্বব্যাপী আয় করেছে সাড়ে ১৩ কোটি ডলারের বেশি। ‘ক্রুয়েলা’র আয় সাড়ে ৮ কোটি ডলারের বেশি।

 

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?