অফিস ভবন নির্মাণের কাজে চরম গাফিলতি, দুর্ভোগ পোহাতে হচ্ছে কর্মচারীদের

স্টাফ রিপোর্টার, বিলোনিয়া, ৭ জুন।। শাসক দলের দোয়াই দিয়ে দায়িত্বপ্রাপ্ত ঠিকেদার দক্ষিণ জেলার বিলোনিয়ার ভারত চন্দ্র নগর ব্লক অফিস ভবন নির্মাণের কাজে চরম গাফিলতির শুরু করেছেন। ফলে ব্লকের কাজ কর্ম পরিচালনা করতে গিয়ে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।বিলোনিয়া মহকুমাধীন নতুন ভারত চন্দ্র নগর ব্লক আত্মপ্রকাশ করার পর উত্তর বিলোনিয়া উচ্চ বিদ্যালয়ে অস্থায়ীভাবে দীর্ঘবছর ধরে চলেছে ভারতচন্দ্র নগর ব্লকের কাজ। যেখানে বিধায়ক সহ প্রশাসন ভারত চন্দ্র নগর ব্লক এর কার্যালয় তৈরি করার জন্য উঠে পড়ে লেগেছেেন সেখানে এক শ্রেণীর গেরুয়া মাফিয়া ঠিকেদার নিজেদের কামাই বাণিজ্যের জন্য দল এবং সরকারকে বদনাম করছে বলে অভিযোগ উঠেছে ‌।

বিলোনিয়ার মনুরমুখ এলাকাতে ভারত চন্দ্র নগর ব্লকের কার্যালয় তৈরি করার জন্য একটি টিলা জায়গাকে চিহ্নিত করা হয়। সেই মোতাবেক ঐ টিলা মাটি কাটার বরাত পায় ঠিকেদার রুনু মজুমদার । কিন্তু সেেই কাজে দুর্নীতির অভিযোগ উঠছে । ঠিকেদার রুনু মজুমদার নিজের লাভের অংক কষতে গিয়ে শ্রমিকদের ভোগান্তির মুখে ঠেলে দিচ্ছেন।, দুর্ভোগের শিকার হচ্ছেন এলাকাবাসী সহ পথচারী ও যানবাহন চালকরা । ঠিকাদার রুনু মজুমদারকে ক্ষতিগ্রস্ত এলাকাবাসীরা কোন কথা বললেই রক্তচক্ষু দেখাচ্ছেে। এমনকি সংবাদ সংগ্রহে যাওয়ার পর সংবাদ মাধ্যমের প্রতিনিধিদেরও রক্তচক্ষু দেখিয়ে হুমকি দিয়েছে।

এলাকাবাসীর অভিযোগ বিধায়ক থেকে শুরু করে জেলাশাসক সহ ভারতচন্দ্র নগর ও ব্লকের পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান সহ ভাইস চেয়ারম্যানকে জানানোর পরও ঠিকাদার রুনু মজুমদার সাইড ওয়াল নির্মাণ না করে টিলা মাটি কেটে এক পরিবারকে সর্বশান্ত করে দিয়েছে । এই শাসকদলের ঠিকেদারের কল্যানে জন দুর্ভোগ চরমে । যেখানে টিলা মাটি কেটে কনস্ট্রাকশান করার কথা সেখানে অর্ধেক মাটি কেটে কাজ শুরু করে দিয়েছে ।

এক পশলা বৃষ্টিতে, মাটি আগরতলা বিলোনিয়া যাওয়ার মূল সড়কে বসে পড়তে শুরু করেছে। ফলে বিপাকে পথচারী থেকে যানবাহন চালকেরা । পাশাপাশি সেই মাটি গিয়ে এলাকাবাসীর পুকুর ভরাট হয়ে যাচ্ছে ও বাড়ি ঘর জল কাদায় একাকার হয়ে যাচ্ছে । এলাকাবাসীর অভিযোগ ঠিকাদার এই রুনু মজুমদার জোর জবরদস্তি করে বাঁশবাগান কেটে ফেলছে । অবিলম্বে ব্লক অফিসের কাজ শেষ করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার দাবি জানিয়েছেন এলাকাবাসী।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?