স্টাফ রিপোর্টার, গন্ডাছড়া, ৭ জুন।। বিদ্যুৎ নিগমের খামখেয়ালীপনা ও গাফিলতিতে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারে গন্ডাছড়া বাজারে। দপ্তরের কর্মকর্তারা সবকিছু জেনেশুনে ও প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছেন বলে অভিযোগ। গন্ডাছড়া বাজারে বৈদ্যুতিক ট্রান্সফরমারের বেহাল দশা। যেকোন সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা। গন্ডাছড়া সিপিআইএম পার্টি অফিস সংলগ্ন বাজারের বৈদ্যুতিক ট্রান্সফরমারটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে থাকলেও বিদ্যুৎ দপ্তরের কর্মীরা ট্রান্সফরমারটি সারাইয়ের কোন উদ্যোগ নিচ্ছে না।
প্রায় সময়েই ট্রান্সফরমারটিতে আগুন জ্বলে। বাজার ব্যবসায়ীরা এই বিষয়ে বেশ কয়েক বার বিদ্যুৎ দপ্তরের আধিকারিকদের জানিয়েছেন। তবে কাজের কাজ কিছুই হচ্ছে না। বাজারে যেকোন সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা। সিপিএমের প্রাক্তন বিধায়ক ললিত ত্রিপুরাও এই বিষয়ে দপ্তরের ভূমিকায় ক্ষোভ প্রকাশ করেন।অবিলম্বে গন্ডাছড়া বাজারের বিদ্যুতের ট্রান্সফরমারটি সারাই করে দিতে কিংবা নতুন ট্রান্সফর্মার বসানোর জন্য স্থানীয় জনগণের তরফ থেকে জোরালো দাবি জানানো হয়েছে।