স্টাফ রিপোর্টার, গন্ডাছড়া, ৭ জুন।। প্রশাসনের উদাসীনতায় ধলাই জেলার গন্ডাছড়া নৌকা ঘাটের বেহাল দশা। তাতে দুর্ভোগ চরমে। এ বিষয়ে হেলদোল নেই প্রশাসনের। গন্ডাছড়া থেকে নৌকা বা বুটে করে জলপথে নারিকেল কুঞ্জ বা ডুম্বুর যাওয়ার নৌকা ঘাটটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে আছে। জলপথের যাত্রীদের যাওয়া আসার সুবিধার্থে সরকারী অর্থে সরমা এলাকায় মন্ডল পাড়ার বঙ্কর ঘাটে পাকা ঘাট নির্মান করা হয়। লক্ষ লক্ষ টাকা খরচ করে ঘাট নির্মাণ করলেও ঘাটটি মানুষের কোন কাজে আসছে না। বর্তমানে ঘাটের চারিদিকে ঘেরা জঙ্গল আর কাদা মাটি।
এমতাবস্থায় নৌকা ঘাটটি ব্যবহারের অযোগ্য অবস্থায় পড়ে আছে। এই ঘাটটি শুধু নৌকা যাত্রী সাধারনরাই ব্যবহার করে তেমনটা নয় ,আশপাশ এলাকার মানুষ স্নান করা থেকে শুরু করে বিভিন্ন দেব দেবীর মূর্তি বিসর্জন পর্যন্ত করেন । এই রকম একটি গুরুত্বপূর্ণ নৌকা ঘাট বছরের পর বছর ধরে সংস্কারের অভাবে পড়ে থাকলেও সারাইয়ের কোন উদ্যোগ নেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের। এনিয়ে এলাকাবাসীদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। অবিলম্বে নৌকাা ঘাটটি সংস্কারের জন্য এলাকাবাসী দাবি জানিয়েছেন।