স্টাফ রিপোর্টার, বগাফা, ৭ জুন।। বিজেপির বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছে তিপরা দল।বিভিন্ন দাবী নিয়ে বগাফা ব্লকের বিডিওর নিকট ডেপুটেশন প্রদান করলো তিপ্রা দলের নেতৃত্বরা। রাজ্যে এডিসি নির্বাচনে পালাবদলের পর তিপ্রা দলের সদস্যরা সঠিকভাবে কাজ করতে পারছেনা বলে অভিযোগ। সোমবার বিজেপির বিরুদ্বে একরাশ অভিযোগ নিয়ে বগাফা ব্লকের বিডিও রূপন দাসের নিকট ডেপুটেশন প্রদান করলো তিপ্রা দলের নেতৃত্বরা।
অভিযোগ এডিসি এলাকায় তিপ্রা দলের সদস্যরা সঠিক ভাবে রেগার কাজ পান না। আর যারা রেগার করছে তারা টাকা পাচ্ছেনা বলে অভিযোগ। এই ডেপুটেশনে যাতে করে কোনোপ্রকার অপ্রতিকর ঘটনা না ঘটে তারদিকে লক্ষ্য রেখে শান্তির বাজার থানার পক্ষথেকে ব্লক চত্বরে কঠোর নিরাপত্তার ব্যাবস্থা করা হয়। ডেপুটেশন প্রদান শেষে মন পাথর তিপ্রা দলের কার্যালয়ে এক সাংবাদিক সন্মেলনের আয়োজন করা হয় ।
সাংবাদিক সন্মেলনে বিজেপির বিরুদ্ধে নানাা অভিযোগের কথা তুলে ধরা হয়। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন তিপ্রা দলের ডিভিশনাল কমিটির সভাপতি হরেন্দ্র রিয়াং, সাংগঠনিক রাজ্য কমিটির সিনিয়র লিডার রানা কিশোর রিয়াং, রাজ্য কমিটির সহ সভাপতি সহানু মগ, বীরচন্দ্র মনুর সাবজোনাল চেয়ারম্যান রঞ্জিত রিয়াং সহ অন্যান্য নেতৃত্ববৃন্দ।