স্টাফ রিপোর্টার, পানিসাগর, ৮ জুন।। উত্তর ত্রিপুরা জেলার পানিসাগর থানার পদ্ম বিলের জলা বাজার এলাকা থেকে এক যুবকের মৃতদেহ উদ্ধার হয়েছে। এটি একটি হত্যাকাণ্ড বলে প্রাথমিকভাবে আশঙ্কা করা হচ্ছে।
পানিসাগর থানাধীন পদ্মবিল জলাবাজার হাইস্কুল সংলগ্ন ধানের জমিতে জামিল হুসেন নামের ২৪ বছর বয়েসের এক যুবকের মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
জানা গেছে, জামিল হুসেন এর বাড়ি উত্তর পদ্মবিলের ৩নং ওয়ার্ডে।গতকাল রাতে বাড়িতে খাওয়া দাওয়ার পর তাদের বাড়ির সামনেই দোকানে ঘুমাতে চলে যায় জামিল।প্রতিদিন রাতেই সে তাদের দোকানেই ঘুমাতো। আজ সকালে স্থানীয়রা তার মৃতদেহ দেখতে পায় জলাবাজার হাইস্কুল সংলগ্ন একটি ধানের জমিতে।
সাথে সাথে খবর দেওয়া হয় পানিসাগর থানায়। পুলিশ ঘটনা স্থলে এসে তদন্ত শুরু করে।কৈলাসহর থেকে খবর দিয়ে পুলিশ ডগ স্কোয়াডকেও ঘটনা স্থলে নিয়ে আসা হয়। মৃতদেহ যে জায়গায় পাওয়া গেছে তা থেকে কিছুটা দূরে একটি লিচু বাগান রয়েছে ।
সেই জায়গা থেকে যেখান টায় জামিলের মৃতদেহ পাওয়া গেছে সেই জায়গা পর্যন্ত দাগ রয়েছেে।ধারনা করা হচ্ছে সেই লিচু বাগানে তাকে হত্যা করে তার মৃতদেহটি টেনে হিছরে কিছুটা দূর এনে ফেলে রাখা হয়েছে।মৃতদেহ থেকে কিছু দূরে রাস্তায় জামিলের মোটর বাইকটিও উদ্ধার করেছে পুলিশ। রাতে দোকানে ঘুমতে গিয়ে তার মোটর বাইক নিয়ে কেনই বা জামিল প্রায় দেড় দুই কিলোমিটার দূরে ওই স্থানে গিয়েছিল?
জামিলকে যদি খুন করা হয়ে থাকে তাহলে কে বা কারা তাকে খুন করলো, কেনই বা তাকে খুন করল? তদন্ত করছে পুলিশ। এখনো পুলিশ প্রশাসন এর পক্ষ থেকে কিছু জানানো হয়নি। এলাকা সূত্রে খবর ,জামিল হুসেন নেহাতই শান্ত প্রকৃতির ছেলে ছিল।কারোর সাথে কোন ঝগড়া ছিল না।
বহিরাজ্যে কর্মরত ছিল জামিল। কিছু দিন পূর্বেই সে বাড়িতে এসেছিল। মৃতদেহ উদ্ধার করে পুলিশ ময়না তদন্তের জন্যে হাসপাতালে পাঠিয়েছে। মৃতদেহ উদ্ধারের ঘটনায় শোকের ছায়া গোটা এলাকা জুড়ে।