স্টাফ রিপোর্টার, আগরতলা, ৮ জুন।। আগরতলা পুর এলাকায় যাদের জন্য ঘর বরাদ্দ হয়েছে তাদেরকে আগামী ১১ জুনের মধ্যে ঘর নির্মাণ কাজ সম্পন্ন করতে পুর নিগমের পক্ষ থেকে নির্দেশ জারি করা হয়েছে।
সময়সীমা বাড়ানোর দাবিতে প্রাক্তন কাউন্সিলরদের প্রতিনিধি দল মঙ্গলবার পুর নিগম কর্তৃপক্ষের সঙ্গে সাক্ষাৎ করে ডেপুটেশন প্রদান করেছেন।
আগরতলা পুর এলাকায় যেসব পরিবারের জন্য ঘর মঞ্জুর হয়েছে তাদেরকে ১১জুনের মধ্যে ঘরের কাজ সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে। তাতে বিপাকে পড়েছেন সুবিধাভোগীরা। এ ধরনের ৬১৪৩ টি ঘর প্রাপকদের তালিকা বিভিন্ন সংবাদ মাধ্যমে বিজ্ঞাপন আকারে দিয়ে তাদেরকে সতর্ক করা হয়েছে।
পুরো নিগাম কর্তৃপক্ষ নির্দেশিত নিয়ম অনুযায়ী ১১ জুনের মধ্যে ঘরের নির্মাণকজ শেষ করা না হলে অনুমোদন বাতিল হয়ে যাবে বলেও উল্লেখ করা হয়েছে। পুর কর্তৃপক্ষের দেওয়া এ নির্দেশ অবিলম্বে প্রত্যাহার করে নেওয়ার দাবি জানিয়েছেন পুরো নিগমের প্রাক্তন কাউন্সিলররা ।
কাউন্সিলরদের প্রতিনিধিদল মঙ্গলবার পুর নিগমের কমিশনারের সঙ্গে সাক্ষাৎ করে এ বিষয়ে বিস্তারিত মতবিনিময় করেন। তারা পুর কর্তৃপক্ষকে বোঝানোর চেষ্টা করেন করোনা ভাইরাস সংক্রমণ জনিত পরিস্থিতিতে মানুষ দিশেহারা। উদ্ভূত পরিস্থিতিতে এই সময়সীমার মধ্যে ঘর নির্মাণ কাজ শেষ করা তাদের পক্ষে কোনভাবেই সম্ভব হবে না।
লকডাউন এবং কারফিউর মধ্যে জারি করা এক ধরনের সার্কুলার প্রত্যাহার করে নিয়ে শ্রমিক মেহনতি মানুষের মানুষের পাশে দাঁড়ানোর জন্য তারা দাবি জানিয়েছেন। প্রত্যেক সুবিধাভোগীকে দেড় থেকে দুই মাস সময় দিয়ে ব্যক্তিগতভাবে প্রত্যেকের কাছে নোটিশ পাঠানোর জন্য প্রাক্তন কাউন্সিলারদের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।
ওয়ার্ড সেক্রেটারি ও পুর কর্মচারীরা বাড়ি বাড়ি গিয়ে সরেজমিনে তদন্ত করে বাস্তবসম্মত সিদ্ধান্ত সিদ্ধান্ত গ্রহণ করতেও তারা অনুরোধ জানিয়েছেন।আগরতলা পুর নিগমের পক্ষ থেকে বাস্তবসম্মত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে বলে প্রাক্তন কাউন্সিলররা আশা ব্যক্ত করেছেন।