অনলাইন ডেস্ক, ৮ জুন।। ‘গত ৩ জুন বিশ্বজুড়ে করোনায় প্রাণহানি ৩৭ লাখ ছড়ায়। এর সপ্তাহেরও কম সময়ে আরও ৫০ হাজার যুক্ত হয়েছে মৃতের তালিকায়।
পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার মঙ্গলবার সকাল সোয়া ১০টার দিকে জানায়, বিশ্বে এখন পর্যন্ত শনাক্ত হওয়া করোনা রোগীর সংখ্যা ১৭ কোটি ৪৩ লাখ ৭৬ হাজার ২৫৬ জন। এর মধ্যে মারা গেছে ৩৭ লাখ ৫১ হাজার ৯৮৮ জন। সুস্থ হওয়ার সংখ্যা ১৫ কোটি ৭৬ লাখ ৩৮ হাজার ৫৩৫।
শনাক্ত ও প্রাণহানির বিবেচনায় ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় এক নম্বরে আছে যুক্তরাষ্ট্র। দেশটিতে আক্রান্ত হয়েছে ৩ কোটি ৪২ লাখ ২৭ হাজার ২৩৭ ও মারা গেছে ৬ লাখ ১২ হাজার ৭০১ জন।
ব্রাজিলের তুলনায় প্রাণহানি কম হলেও শনাক্ত বিবেচনায় দ্বিতীয় স্থানে থাকা ভারতে পাওয়া গেছে ২ কোটি ৮৯ লাখ ৯৬ হাজার ৯৪৯ রোগী, মৃত্যু হয়েছে ৩ লাখ ৫১ হাজার ৩৪৪ জনের।
ল্যাটিন আমেরিকার দেশ ব্রাজিলে শনাক্ত হয়েছে ১ কোটি ৬৯ লাখ ৮৫ হাজার ৮১২ জন রোগী ও মারা গেছে ৪ লাখ ৭৪ হাজার ৬১৪ জন।
চতুর্থ স্থানে থাকা ফ্রান্সে করোনা শনাক্ত হয়েছে ৫৭ লাখ ১৩ হাজার ৯১৭ জনের শরীরে। মারা গেছে ১ লাখ ১০ হাজার ৬২ জন।
অনেক দেশের তুলনায় মৃত্যু কম হলেও করোনা শনাক্তের বিবেচনায় পঞ্চম স্থানে থাকা তুরস্কে পাওয়া গেছে ৫২ লাখ ৯৩ হাজার ৬২৭ জন রোগী ও মারা গেছে ৪৮ হাজার ২৫৫ জন।
শনাক্ত বিবেচনায় পরবর্তী অবস্থানে থাকা দেশগুলো হলো— রাশিয়া, যুক্তরাজ্য, ইতালি, জার্মানি ও স্পেন।
এ তালিকায় বাংলাদেশের অবস্থান ৩৩ নম্বরে। গত বছরে মার্চে প্রথম শনাক্ত ও মৃত্যুর খবর আসে। সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৮ লাখ ১২ হাজার ৯৬০ জন। মারা গেছে ১২ হাজার ৮৬৯ জনে।
২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাস শনাক্ত হওয়ার পর তা বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ে। চীনে করোনায় প্রথম রোগীর মৃত্যু হয় ২০২০ সালের ৯ জানুয়ারি।
ওই বছরের ১৩ জানুয়ারি চীনের বাইরে প্রথম করোনা রোগী শনাক্ত হয় থাইল্যান্ডে। যা এখন পর্যন্ত বিশ্বের ২২০টি দেশ ও অঞ্চলে ছড়িয়েছে।