স্টাফ রিপোর্টার, বিশ্রামগঞ্জ, ৭ জুন।। বিশ্রামগঞ্জ অগ্নিনির্বাপক দপ্তরের ল্যান্ড ফোনটি প্রায় সময়ই বিকল হয়ে থাকে। ফলে কোনো দুর্ঘটনা কিংবা অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে দমকল বাহিনীকে খবর দেওয়া কষ্টকর হয়ে ওঠে। তাতে জনমনে তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে। আপৎকালীন পরিষেবার প্রধান দপ্তর গুলোর মধ্যে অন্যতম অগ্নিনির্বাপক দপ্তর। সাধারণ মানুষ দুর্ঘটনার কবলে পড়লে প্রথমে ফোন করেন অগ্নিনির্বাপক দপ্তরে।
কিন্তু সেখানে ফোন করে যদি যোগাযোগ করা সম্ভব না হয় তাহলে বড় ধরনের সমস্যায় পড়তে হয়। এমনই ঘটনা প্রতি নিয়ত ঘটে চলেছে বিশ্রামগঞ্জে। সেখানকার বিএসএনএল ল্যান্ড লাইন প্রায়ই খারাপ থাকে। দুর্ঘটনার কবলে পড়ে কিংবা কোথাও বড় ধরনের অগ্নিকাণ্ড ঘটলে মানুষ অগ্নিনির্বাপক দপ্তরে যোগাযোগ করতে গিয়ে প্রায় সময়ই বিপাকে পড়ে যান। ফোনের সংযোগ স্থাপন করা যায় না।
বিশ্রামগঞ্জ অগ্নিনির্বাপক দপ্তরের টেলিফোন লাইন প্রায় সময়ই বিকল থাকার ঘটনা স্বীকার করলেন খোদ দপ্তরের এক কর্মী।অগ্নিনির্বাপক যন্ত্রের মতো গুরুত্বপূর্ণ স্থানে টেলিফোন পরিষেবা নিরবচ্ছিন্ন রাখা খুবই জরুরি। এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার জন্য জনগণের তরফ থেকে জোরালো দাবি জানানো হয়েছে।