রাজ্য সরকারের উদ্যোগে শুরু হল কৃষকদের থেকে সরাসরি ধান কেনার কর্মসূচী

স্টাফ রিপোর্টার, আগরতলা, ৮ জুন।। আজ থেকে রাজ্য সরকারের উদ্যোগে শুরু হল রাজ্যের কৃষকদের থেকে সরাসরি ধান কেনার কর্মসূচী।

এই রবি মরশুমে রাজ্য সরকারের লক্ষ্য ২০ হাজার মেট্রিকটন ধান সংগ্রহ করা। এর জন্য মোট ২৯টি কেন্দ্র খোলা হয়েছে। আগে ত্রিপুরা রাজ্যে এমএসপি-র মাধ্যমে ধান কেনার কোনও বন্দোবস্তই ছিল না।

ফলে কৃষকরা বঞ্চিত হতেন। নতুন সরকার তা শুরু করে। রাজ্য সরকার কৃষকদের থেকে কুইন্টাল প্রতি ১৮৬৮ টাকা দরে ধান ক্রয় করছে। এর জন্য রাজ্য সরকার খরচ করবে ৩৭.৩৬ কোটি টাকা। এছাড়াও আনুষঙ্গিক খরচ আরও ৬.৮৭ কোটি টাকা।

মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব বলেন, রাজ্যের কৃষকবন্ধুদের কাছে অনুরোধ, আপনারা আপনাদের নিকটবর্তী কৃষি বিভাগ বা মহকুমা শাসকের দপ্তরে ধান বিক্রয় করুন এবং ন্যূনতম সহায়ক মূল্যের সুবিধা গ্রহণ করুন।

অমরপুরে সহায়ক মূল্যে ধান ক্রয় শুরু। রাজ্য সরকারের খাদ্য, জনসংভরণ ও ক্রেতা স্বার্থ বিষয়ক দপ্তরের উদ্যোগে এবং কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের সহযোগিতায় রাজ্যের বিভিন্ন স্থানের সঙ্গে অমরপুরেও ন্যূনতম সহায়ক মূল্যে কৃষকদের কাছ থেকে বরো ধান কেনার প্রক্রিয়া আজ শুরু হয়েছে।

অমরপুর দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের মাঠে ধান কেনার কাজ আগামী ২৫ জুন পর্যন্ত চলবে। এই ধান ক্রয় কেন্দ্রে অমরপুর কৃষি মহকুমা, অম্পি কৃষি মহকুমা এবং করবুক কৃষি মহকুমা এলাকার কৃষকদের কাছ থেকে ধান সংগ্রহ করা হবে।

ধান ক্রয় প্রক্রিয়ার সূচনায় উপস্থিত ছিলেন মহকুমা শাসক বিজয় সিনহা, অমরপুর পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান শঙ্করানন্দ সাহা এবং অমরপুর কৃষি মহকুমার কৃষি তত্বাবধায়ক সুজিত দাস প্রমুখ। ধানের ন্যূনতম সহায়ক মূল্য হলো প্রতি কেজি ১৮ টাকা ৬৮ পয়সা।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?