স্টাফ রিপোর্টার, শান্তিরবাজার, ৭ জুন।। দোকান বাকির টাকা চাইতে গিয়ে এক যুবকের দ্বারা আক্রান্ত হয় মহিলা। ঘটনার বিবরনে জানা যায় শান্তিরবাজার মহকুমার অন্তর্গত তাকমাছড়া এডিসি ভিলেজের সেন পাড়ার বাসিন্দা সুবল দে এর সহধর্মীনে দোকান বাকির টাকা চাইতে গেলে এলাকার যুবক অজয় আক্রামন করে বলে অভিযোগ।এই ঘটনার বিবরন জানাতে গিয়ে আক্রান্ত মহিলা সংবাদ মাধ্যমের সামনে জানান গতকাল আনুমানিক ৩টায় সেন পাড়ার বাসিন্দা তপন দের ছেলে অজয় দের নিকট মুদি দোকানের বাকি ১০৩০ টাকা চাইতে গেলে অজয় দে মহিলাকে গালীগালাজ শুরু করে।
পরবর্তী সময় মহিলার গায়ে হাত তুলে মহিলাকে আক্রমন করে অজয় দে এমনটাই অভিযোগ। মহিলার সাথে উনার ছেলেকেও আঘাত করে বলে অভিযোগ। এই ঘটনার খবর পেয়ে এলাকার লোকজন ছুটে গেলে অজয় দে ঘটনাস্থল থেকে পালিয় যায় । অবশেষে আজ বিকেল বেলায় অসহায় মহিলা দোষীর দৃষ্টান্তমূলক শাস্তি চেয়ে মনপাথর ফাঁড়ীতে লিখিত অভিযোগ দায়ের করে। এখন দেখার বিষয় মহিলার অভিযোগের ভিত্তিতে দোষীর শাস্তি প্রদানে পুলিশ কি প্রকার পদক্ষেপ গ্রহন করে।