চুড়াইবাড়িতে অ‌বৈধ দখলদার‌দের বিরু‌দ্ধে ‌ফের উ‌চ্ছেদ অ‌ভিযান প্রশাসনের

স্টাফ রিপোর্টার, চুড়াইবাড়ি, ৮ জুন।। চুড়াইবাড়িতে অ‌বৈধ দখলদার‌দের বিরু‌দ্ধে ‌ফের উ‌চ্ছেদ অ‌ভিযান প্রশাসনের।ভে‌ঙ্গে গু‌ড়িয়ে দেওয়া হল প্রায় ৩০ টি অবৈধ ঘর।

সরকা‌রি নি‌র্দেশে গত কয়‌দিন ধ‌রে সরকা‌রি জ‌মি‌তে অ‌বৈধ ভা‌বে গ‌ড়ে তোলা বাড়ি ঘর জে‌সি‌বি লা‌গি‌য়ে ভে‌ঙ্গে গুড়ি‌য়ে দি‌চ্ছে প্রশাসন।সরকা‌রের এ‌হেন উ‌দ্যোগ‌কে সাধুবাদ জা‌নি‌য়ে‌ছেন রা‌জ্যের স‌চেতন মহল।এর থে‌কে বাদ যায়‌নি ক‌রিমগঞ্জ জেলাও।

গত ২৮ মে ও ২ জুন তা‌রি‌খে জেলার পাথারকা‌ন্দি সম‌ষ্টির লোয়াইর‌পোয়া ফ‌রেষ্ট রে‌ঞ্জের লঙ্গাই সংর‌ক্ষিত বনাঞ্চ‌লে অ‌বৈধ জবর দখলকা‌রি‌দের বিরু‌দ্ধে দু‌টি পর্য‌্যা‌য়ে উ‌চ্ছেদ অ‌ভিযান চালায় বন বিভাগ সহ জেলা প্রশাসন।

এ‌তে মোট ২৮ টি বসত গৃহ ভে‌ঙ্গে দেবার পশাপা‌শি প্রায় ৬০ হেক্টর বনভূমি জবরদখল মুক্ত হয়।এ ঘটনা নি‌য়ে বর্তমা‌নে ‌জোর চর্চ্চা চল‌ছে বি‌ভিন্ন মহ‌লে।

মঙ্গলবার আট নং জাতীয় সড়‌কের পা‌শে থাকা অ‌বৈধ প্রায় ৩০ টি দোকান ভে‌ঙ্গে গু‌ড়ি‌য়ে দেওয়া হয়। সড়ক নির্মাণ সংস্থার প্রজেক্ট ই‌ঞ্জি‌নিয়ার সমুদ্রনীল দেব জানান, অসম~‌ত্রিপুরা রাজ‌্য সীমান্তের আট নং জা‌তীয় সড়‌কের জি‌রো প‌য়েন্ট এলাকায় এক‌টি পাকা সেতু পুন:নির্মা‌ণের জন‌্য পূর্ত দপ্তর‌কে বরাত পাই‌য়ে দেওয়া হ‌য়ে‌ছে।

ফ‌লে সেতু‌টি নির্মা‌নের জন‌্য আশপা‌শের অ‌বৈধ গৃহগু‌লো‌কে ভাঙ‌তে হয়।উপরন্তু এসব গৃহ পাথারকা‌ন্দি সংর‌ক্ষিত বনাঞ্চ‌লের ভু‌মি‌তেই গ‌ড়ে তোলা হ‌য়ে‌ছিল।

অভিযানে উপস্থিত ছিলেন ফরেস্ট বিট অফিসার অনিমেষ কুমার মেধী , পাথারকান্দি সার্কেল অফিস স্টাপ, বাজারিছড়া থানা ও চুড়াইবাড়ি আউট পোস্ট এর যৌথ উদ্যোগে।

 

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?