স্টাফ রিপোর্টার, মোহনপুর, ৭ জুন।। সিধাইয়ের ভাটি ফটিকছড়া চা বাগান সংলগ্ন এলাকায় দুটি দ্রুতগামী বাইকের মুখোমুখি সংঘর্ষে এক যুবক গুরুতরভাবে আহত হয়েছে। আহত যুবককে জিবি ট্রমা সেন্টারে ভর্তি করা হয়েছে।সিধাই থানার মোহনপুর ফটিকছড়া এলাকায় দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হয়েছে এক যুবক। আহত যুবককে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে জিবি হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত যুবকের নাম জয়ন্ত সরকার।
বয়স ৩৫ ।বাড়ি তুলা বাগান এলাকায়। আহত যুবক পেশায় কাঠমিস্ত্রি। জানা যায়, বিপরীত দিক থেকে আসা দুটি বাইকের মধ্যে মুখোমুখি সংঘর্ষের ফলে ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়। এ ব্যাপারে একটি মামলা গ্রহণ করেছে সিধাই থানার পুলিশ। দুর্ঘটনা প্রস্তাব দুটি উদ্ধার করা হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। প্রাথমিক তদন্তে জানা গেছে চালকদের অসাবধানতার কারণেই দুর্ঘটনাটি ঘটেছে।