স্টাফ রিপোর্টার, তেলিয়ামুড়া, ৭ জুন।। বনদপ্তর কর্মীদের বিরুদ্ধে খামখেয়ালিপনার অভিযোগ আনলেন তেলিয়ামুড়ার জয়নগর এলাকার বাসিন্দারা।বন কর্মীদের খামখেয়ালিপনায় একটি অজগর সাপ খোয়াই নদীর জলে তলিয়ে গেল। ঘটনা তেলিয়ামুড়াস্থিত জয়নগরে। লিটন দেবের বাড়ির পেছনে একটি চারা আম গাছে। সোমবার সকাল এগারোটা নাগাদ ঘটনাটি এলাকাবাসীর কাছ থেকে জানা যায়।
লিটন দেবের বাড়ির পেছনে চারা আম গাছে থাকা অজগর সাপটি অন্য একটি প্রাণী ভক্ষণ করার জন্য চেষ্টা চালায় । ওই সময় খোয়াই নদী সংলগ্ন এলাকায় বাড়ির মালিক লিটন দেব ঘটনাটি প্রত্যক্ষ করে বনকর্মীদের খবর দেয়। এরইমধ্যে অজগর সাপটিকে দেখার জন্য অনেক মানুষজন ভিড় জমায়।
পরে বন কর্মীরা ঘটনাস্থলে এলেও তাদের খামখেয়ালিপনায় ওই অজগর সাপটিকে ধরতে পারেনি। অজগর সাপটি খোয়াই নদীর জলে তলিয়ে যায়। এলাকাবাসীর বক্তব্য এই অজগর সাপটি যেকোনো সময় অন্য কারোর বাড়িঘরে প্রবেশ করতে পারে।