করোনা আক্রান্তদের সাহায্য করায় হামলার শিকার সজ্জন ব্যক্তি, হেনস্থা গৃহবধূকেও

স্টাফ রিপোর্টার, আগরতলা, ৭ জুন।। রাজধানী আগরতলা শহর সংলগ্ন আড়ালিয়া শ্রমজীবী কলোনিতে সিপিএম সমর্থক এক ভদ্রলোক করোণা আক্রান্ত চার পরিবারকে খাদ্যপণ্য দিয়ে সাহায্য করায় তার বাড়িঘরে হামলা ও পুত্রবধূকে শারীরিকভাবে হেনস্থা করেছে শাসকদলের দুর্বৃত্তরা। বিরোধী দলের নেতাকর্মী কিংবা সমর্থকরা করোণা আক্রান্তদের সাহায্য করতে গেলে শাসক দলের দুর্বৃত্তদের আক্রমণের শিকার হচ্ছেন। এ ধরনের ঘটনাকে কেন্দ্র করে জনমনে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।

সংবাদ সূত্রে জানা গেছে আড়ালিয়া শ্রমজীবী এলাকার বাসিন্দা ব্যবসায়ী সুনীল দাস এলাকার করোনা আক্রান্ত চারটি পরিবারকে পণ্য সামগ্রী দিয়ে সাহায্য করার জন্য এগিয়ে যান। তখনই তাকে বাধা দেওয়া হয় এমনকি তার বাড়িঘরে হামলা ও ভাঙচুর চালানো হয়। শুধু তাই নয় পুত্রবধূকে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়। পুত্রবধূর হাত থেকে মোবাইল ফোনটি ছিনিয়ে নিয়ে যায় দুর্বৃত্তরা।

আহত পুত্রবধূকে চিকিৎসার জন্য আইজিএম হাসপাতালে নিয়ে আসেন সুনীল দাস। সমাজসেবী সুনীল দাস জানান বিজেপি সমর্থকরা তার কাছে কুড়ি হাজার টাকাও দাবি করেছে।এ বিষয়ে তিনি তার তিক্ত অভিজ্ঞতার কথা সংবাদমাধ্যমের সামনে তুলে ধরেন। এ ব্যাপারে সুবিচার চেয়েছেন তিনি। করোণা আক্রান্তদের সাহায্য করতে গিয়ে আক্রান্ত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে আড়ালিয়া এলাকায় তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। এ ধরনের কার্যকলাপ বন্ধ করার জন্য বিভিন্ন মহল থেকে জোরালো দাবি উঠেছে।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?