স্টাফ রিপোর্টার, আগরতলা, ৭ জুন।। রাজনৈতিক হিংসা উত্তপ্ত হয়ে উঠেছে ধলাই জেলার কমলপুর। শাসক দল ও বিরোধী দলের মধ্যে বিবাদ চরম আকার ধারণ করেছে। পরিস্থিতি সামাল দিতে পুলিশকে রীতিমতো হিমশিম খেতে হচ্ছে। যেকোনো সময় আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও অবনতি ঘটার আশঙ্কা রয়েছে। কমলপুর থানায় দুই রাজনৈতিক দলের অভিযোগ পাল্টা অভিযোগে উত্তপ্ত গোটা কমলপুর। এরফলে যে কোন সময় বড়সড় ঘটনা ঘটে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
শহরে প্রচুর পরিমান টি এস আর ও পুলিশ মোতায়েন করা হয়েছে।রবিবার বিকাল থেকে শুরু হয়েছে কমলপুর শহরে দুই রাজনৈতিক দলের হামলা। দফায় দফায় হামলা চলে রাত পর্যন্ত। সোমবার কমলপুর বিজেপি মন্ডলের উদ্যেগে সিপিআইএমের দুষ্কৃতিদের গ্রেপ্তারের দাবিতে শহরে বিক্ষোভ মিছিল বের করে। সমস্ত শহর পরিক্রমা করে থানায় এসে বিক্ষোভ প্রদর্শন করে । ডেপুটেশন দেয়।
বিজেপি নেতাদের বক্তব্য, রবিবার রাতে সিপিআইএমের দুষ্কৃতকারীরা কয়েক জন বিজেপির কার্যকর্তাদের বাড়ি ঘরে গিয়ে হামলা চালায়। কমলপুর ফুলছড়ি বিজেপির যুব মোর্চার মন্ডল সভাপতির বাড়ির গেইট ভাঙচুর করে। সোমবার দুষ্কৃতিকারীদের গ্রেপ্তারের দাবিতে এই বিক্ষোভ মিছিল সংঘটিত করা হয়। উত্তেজনাকর পরিস্থিতির মধ্য দিয়ে কমলপুরের বাসিন্দারা আতঙ্কে দিন কাটাচ্ছেন। পরিস্থিতি মোকাবেলায় প্রশাসন কঠোর মনোভাব বহনের জন্য সাধারণ মানুষের পক্ষ থেকে দাবি জানানো হয়েছে।