সোশ্যাল মিডিয়ায় পোস্ট করায় মামলা, আমতলী থানায় হাজিরা দিলেন প্রাক্তন অর্থমন্ত্রী ভানুলাল

স্টাফ রিপোর্টার, তেলিয়ামুড়া, ৭ জুন।। রাজ্যের প্রাক্তন অর্থমন্ত্রী বর্ষিয়ান সিপিআইএম নেতা ভানু সাহা আমতলী থানায় পুলিশের তলবে হাজিরা দিয়েছেন। সোশ্যাল মিডিয়ায় প্রাক্তন অর্থমন্ত্রী ও বর্ষীয়ান সিপিআইএম নেতা ভানুলাল সাহার একটি পোস্ট কে কেন্দ্র করে আমতলী থানা সহ দশটি থানায় মামলা দায়ের করা হয়।

এর পরিপ্রেক্ষিতেই বর্ষিয়ান নেতা প্রাক্তন অর্থমন্ত্রী ভানু লাল সাহা কে আমতলী থানায় তলব করা হয়। আইনের প্রতি শ্রদ্ধা ও বিশ্বাস থাকে ভানুলাল বাবু সোমবার আমতলী থানায় আসেন। এ বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি জানান হয়রানি করার জন্যই এধরনের প্রয়াস। এ প্রসঙ্গে বলতে গিয়ে ভানু লাল সাহা জানান, রাজ্যে আইনের শাসন নেই, যার যার জীবন সম্পত্তি রক্ষার দায়িত্ব নিজেকে নিতে হবে বলে পোস্ট করেছিলাম।

সেই কারণেই তার বিরুদ্ধে পুলিশ এফ আই আর গ্রহণ করেছে। সে অনুযায়ী পুলিশ তাকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় ডেকেছে। আইনের প্রতি বিশ্বাস রেখে তিনি বলেন, এভাবে হয়রানি করার চেষ্টা করা হলেও আদালতে কিছুই হবে না বলে তিনি বিশ্বাস করেন।এ বিষয়ে ভানু লাল সাহার আইনজীবী ভাস্কর দেববর্মা জানান, এসব মামলার কোনো যৌক্তিকতা নেই, কোন সারমর্ম নেই।

স্বৈরাচারী মনোভাবের সঙ্গে অপদার্থতার সংমিশ্রণ ঘটার ফলে এ ধরনের কার্যকলাপ করা হচ্ছে বলে তিনি মন্তব্য করেন। এর বিরুদ্ধে নির্দিষ্ট ফোরামে প্রতিবাদ জানানো হবে বলেও তিনি জানিয়েছেন। প্রবীণ নেতাদের এভাবে হয়রানি ও লাঞ্ছিত করা সঠিক নয় বলে তিনি মনে করেন। এজন্য রাজ্য সরকারকেই দায়ী থাকতে হবে। তাদেরকে উপযুক্ত ক্ষতিপূরণ দিতে হবে বলেও আইনজীবী ভাস্কর দেববর্মা অভিমত ব্যক্ত করেছেন।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?