ঘটনা তেলিয়ামুড়া পুর পরিষদের ৮ নং ওয়ার্ডে । অভিযোগ, বিদ্যুৎ দপ্তরের ভুলের কারনে হয়েছে এই ওভার ভোল্টেজ। ঘটনার বিবরণে জানা যায়, শনিবার বিকালে কোন এক সময় এলাকার বিদ্যুৎ-এর ট্রান্সফরমারে বিকট আওয়াজ হয়ে বিদ্যুৎ চলে যায় গোটা এলাকা জুড়ে। তেলিয়ামুড়া বিদ্যুৎ দপ্তরের কর্মীরা এসে বিদ্যুৎ-এর সারাই করে যায়।
এলাকায় পুনরায় বিদ্যুৎ সংযোগ দিতেই ভোল্টেজ খুব বেশি হওয়ায় বিভিন্ন বাড়ির টিভি, ফ্রিজ,ইনভার্টার সহ বিভিন্ন বৈদ্যুতিক সামগ্রী নস্ট হয়ে যায়। এলাকাবাসীর অভিযোগ, বিদ্যুৎ দপ্তরের কর্মীরা সারাই করার সময় নাকি ভুল করে বিদ্যুৎ সংযোগকারী দুটি তারেই পজেটিভ কানেকশন দিয়ে দেয়।
এতেই নাকি ওভার ভোল্টেজ হয়ে বাড়ি-ঘরের বিভিন্ন সামগ্রী নস্ট হয়েছে। এলাকাবাসীর দাবি বিদ্যুৎ দপ্তরের ভুলের কারনে যেহেতু তাদের মূল্যবান সামগ্রী নস্ট হয়েছে সেহেতু বিদ্যুৎ দপ্তর যেন তাদের ক্ষতিপূরনের ব্যবস্থা করে। বিদ্যুৎ নিগমের কর্মীদের অসাবধানতার কারণেই এ ধরনের ঘটনা ঘটেছে বলে দাবি করেছেন এলাকাবাসী। ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি উঠেছে।