করোনা : খোয়াই জেলার জেলাশাসক কল্যাণপুর ব্লকে ঝটিকা সফর করলেন

স্টাফ রিপোর্টার, কল্যাণপুর, ৭ জুন।।করোনাকালীন পরিস্থিতিতে সার্বিক বিষয় খতিয়ে দেখতে এবং বিভিন্ন প্রকারের প্রশাসনিক নির্দেশাবলী তৃণমূল স্তরে কতটুকু বাস্তবায়িত হচ্ছে এই বিষয়গুলি স্বচক্ষে অনুধাবন করার লক্ষ্যে খোয়াই জেলার জেলাশাসক কল্যাণপুর ব্লকে ঝটিকা সফর করলেন। ছুটে গেলেন কল্যাণপুর ব্লকের অন্তর্গত ঘিলাতলী গ্রাম পঞ্চায়েতে, সাথে ছিলেন কল্যাণপুর ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক ইস্টার জন্থে সহ‌ বিভিন্ন স্তরের প্রশাসনিক ব্যক্তিত্বরা।

সাম্প্রতিক সময়ে করুনার আক্রমণে সংবাদ শিরোনামে এই ঘিলাতলী গ্রাম পঞ্চায়েত। জেলাশাসক পঞ্চায়েতের জনপ্রতিনিধিসহ প্রশাসনিক ব্যক্তিদের সাথে প্রয়োজনীয় কথা বললেন। এলাকার বিভিন্ন পাড়া বিশেষ করে যে যে জায়গায় করুনা আক্রান্ত রোগী রয়েছে   তাদের ব্যাপারে সরেজমিনে তদন্ত করলেন জেলাশাসক। কৃষিজমি পেরিয়ে কোন জেলাশাসক যে এইভাবে সাধারণ মানুষের খোঁজ খবর নিতে বিশেষ করে যারা হোম আইসিইউলেসন এ আছেন তাদের ব্যাপারে খোঁজখবর নিতে আসতে পারেন এই বিষয়টা দেখে এলাকার মানুষ অনেকটাই অবাক।

জেলাশাসক পঞ্চায়েত আধিকারিক থেকে শুরু করে সমস্ত অংশের মানুষকে এই কঠিন পরিস্থিতির মধ্যে করুণা কালীন সময়ে সঠিকভাবে সরকার প্রদত্ত নির্দেশিকা বাস্তবায়িত করার জন্য নির্দেশ প্রদান করেন। ঘিলাতলী সফর শেষে জেলাশাসক কল্যাণপুর ব্লক কার্যালয়ে গিয়ে ব্লক আধিকারিক সহ প্রশাসনিক ব্যক্তিদের সাথে জরুরী প্রশাসনিক বৈঠক করলেন। সবমিলিয়ে বলা চলে কল্যাণপুরে ক্রমবর্ধমান করোনার আক্রমণ রুখতে প্রশাসনের সদর্থক ভূমিকা যে রয়েছে তা জেলাশাসকের ঝটিকা সফর দিয়ে আবারো প্রমাণিত।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?