স্টাফ রিপোর্টার, উদয়পুর, ৭ জুন।। করোনা ভাইরাস সংক্রমণ জনিত পরিস্থিতির প্রভাব পড়েছে উদয়পুর মাতা ত্রিপুরেশ্বরী মন্দিরেও। মায়ের মন্দিরে ভক্তদের সমাগম নেই। নিয়ম মেনে পুরোহিতরা পুজো দিচ্ছেন মন্দিরে।স্বাভাবিক পরিস্থিতি পাল্টে গেছে, সর্বগ্রাসী করোনার কারণে মানুষ উদ্বিগ্ন ও আতঙ্কিত।করোনার প্রভাব সর্বত্রই পড়েছে। ৫১ পিঠের অন্যতম পীঠস্থান হচ্ছে উদয়পুরের ত্রিপুরেশ্বরী মায়ের মন্দির।করোনার প্রভাবে মন্দিরেও দর্শনার্থীদের ভিড় লক্ষ করা যায় না।
সমাগম হয় না বললেই চলে।তবে নিত্য দিনের মায়ের পূজা, মায়ের অন্নভোগ,আরতী সবই হচ্ছে।দেশ বিদেশ কিংবা রাজ্যেও মায়ের মন্দির কিংবা ৫১ পীঠের মায়ের পরিচিতি সবার কাছে অতি পরিচিতি। বর্তমানে ৫১ পীঠের অন্যতম পীঠস্থান মাতা ত্রিপুরেশ্বরী মায়ের মন্দিরকে কেন্দ্র করে উদয়পুর গড়ে উঠেছে পর্যটন কেন্দ্র। বহু পর্যটক দেশ-বিদেশ থেকে প্রতিদিন উদয়পুর মায়ের মন্দিরে আসত। বর্তমানে করোণার কারণে পর্যটক একজও আসে না। মায়ের মন্দিরের প্রধান পুরোহিত চন্দন চক্রবর্তী জানান, বর্তমানে করোণার কারণে পুরোপুরি পাল্টে গেছে মন্দিরের ভক্ত সমাগমের আসা যাওয়া।
সমাগম হয় না বললেই চলে। প্রতিদিন মায়ের মঙ্গল আরতি ও বাল্য ভোগ মায়ের স্নান,মায়ের পূজা, বলি, সন্ধ্যা আরতি শিতল ভোগ সবই হচ্ছে। মায়ের মন্দিরকে কেন্দ্র করে প্রতিদিন যারা মায়ের জন্য ফুল নিয়ে আসা,বিভিন্ন জিনিস নিয়ে বিক্রি উদ্দেশ্যে আসত সেই সমস্ত দোকানগুলো বন্ধ হয়ে রয়েছে। ফলে ক্ষুদ্র ব্যবসায়ীদের দেখা দিয়েছে জীবন ধারণের জন্য নানা সমস্যা। তারপরও এই করোনা মহামারি থেকে সবাইকে রক্ষা করবেন মা, এই প্রার্থনা ভক্তবৃন্দের।