জঙ্গি সংগঠন বোকো হারামের নেতা আবুবকর শেকোকে নিয়ে আবার মৃত্যুর গুঞ্জন

অনলাইন ডেস্ক, ৭ জুন।। নাইজেরিয়ার জঙ্গি সংগঠন বোকো হারামের নেতা আবুবকর শেকোকে নিয়ে আবার মৃত্যুর গুঞ্জন ছড়িয়েছে।

এবার বিবিসি জানিয়েছে, প্রতিপক্ষ যোদ্ধাদের অডিও রেকর্ডে শোনা গেছে শেকো বিস্ফোরণের মাধ্যমে নিজেই নিজেকে উড়িয়ে দিয়েছেন।

ইসলামিক স্টেট ওয়েস্ট আফ্রিকা প্রভিন্সের এক যোদ্ধাকে ওই অডিওতে বলতে শোনা যায়, লড়াইয়ের সময় শেকো তৎক্ষণাৎ নিজেকে শেষ করেছে। শেকো বরাবর এক রহস্যময় নাম।

একাধিকবার তার মৃত্যুর গুঞ্জন শোনা গেছে। গত মাসেও একবার বলা হয় তিনি মারা গেছেন অথবা নিজেকে মেরেছেন। বোকো হারাম কিংবা নাইজেরিয়ান সরকার কোনো পক্ষই এই অডিও রেকর্ডের সত্যতা নিশ্চিত করেনি।

অডিও রেকর্ডে আবু মুসাব আল-বার্নাবির কণ্ঠ শোনা গেছে বলে ধারণা বিবিসির। তিনি বোকো হারামের প্রতিদ্বন্দ্বী গ্রুপ  ইসলামিক স্টেট ওয়েস্ট আফ্রিকা প্রভিন্সের নেতা।

দলটি শেকোকে খুঁজছিল। অনুতাপ প্রকাশ করে শেকো যেন তাদের সঙ্গে যোগ দেয়, সেই ঘোষণা দিয়েছিলেন গ্রুপটির নেতারা।

নাইজেরিয়ার সেনবাহিনী বলছে, বিষয়টি তদন্ত করে নিশ্চিত হতে হবে। নিরাপত্তা বাহিনীগুলোর ঘনিষ্ঠ এক সাংবাদিক বিবিসিকে জানিয়েছেন, সামবিসা বনে বোকা হারামের ওপর হামলার সময় শেকো মারা যান।

শেকোর প্রথম মৃত্যুর খবর শোনা যায় ২০০৯ সালে। সে বছর জুলাই মাসে তার মৃত্যু হয় বলে দাবি করেছিল নাইজেরিয়া সরকার।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?