স্থায়ী উন্নয়নের ক্ষেত্রে নীতি আয়োগের ফ্রন্ট রানারের স্বীকৃতি পেয়েছে ত্রিপুরা

স্টাফ রিপোর্টার, আগরতলা, ৪ জুন।। সাসটেইনেবল ডেভেলপমেন্ট অর্থাৎ স্থায়ী উন্নয়নের ক্ষেত্রে রাজ্যের অগ্রগতি নিয়ে নীতি আয়োগের ২০২০-২১ সালের প্রদত্ত ইন্ডিকেটরে ত্রিপুরা উল্লেখযোগ্য স্বীকৃতি পেয়েছে। আজ সচিবালয়ে এক সাংবাদিক সম্মেলনে শিক্ষামন্ত্রী রতনলাল নাথ একথা জানান।

সাংবাদিক সম্মেলনে তিনি জানান, রাজ্য সরকার ভিশন ২০৩০ কে সামনে রেখে ৭ বছরের স্ট্রেটেজি (কৌশল) এবং তিন বছরের জন্য অ্যাকশন প্ল্যান প্রনয়ণ করেছে। রাষ্ট্রসংঘের ঘোষিত ১৭টি ক্যাটাগরিকে সামনে রেখে নীতি আয়োগ দেশের বিভিন্ন রাজ্যের উন্নয়নের অগ্রগতির অবস্থান তুলে ধরেছে।

শিক্ষামন্ত্রী জানান, গত বছর নীতি আয়োগের ইন্ডিকেটরের প্রেক্ষিতে ত্রিপুরা পারফর্মার ছিল। এবছর স্থায়ী উন্নয়নের মাধ্যমে নীতি আয়োগের প্রদত্ত ইন্ডিকেটর অনুসারে ত্রিপুরা পারফর্মার থেকে উন্নীত হয়ে ফন্টু রানার রাজ্যের স্বীকৃতি পেয়েছে। এক্ষেত্রে মোট ১২টি ফ্রন্ট রানার রাজ্য এবং কেন্দ্র শাসিত অঞ্চলগুলির মধ্যে ত্রিপুরা অন্যতম।

সাংবাদিক সম্মেলনে শিক্ষামন্ত্রী নীতি আয়োগের এবছরে প্রদত্ত ইন্ডিকেটর অনুসারে ১৫টি ক্যাটাগরিতে ত্রিপুরার অবস্থান তথ্য সমেত তুলে ধরেন। এ বিষয়ে নীতি আয়োগের সাসটেইনেবল ডেভেলপমেন্ট ইন্ডেক্স অনুসারে ত্রিপুরা অনেকগুলি ক্ষেত্রেই এগিয়ে রয়েছে। দারিদ্র দূরীকরণের লক্ষ্যমাত্রায় ত্রিপুরা ৮২ পয়েন্ট নিয়ে ভাল অবস্থানে রয়েছে। এই সূচকে দেশের শুধুমাত্র ৩টি রাজ্য ত্রিপুরা থেকে এগিয়ে।

ক্ষুধা নিমূলীকরণে ত্রিপুরা ৫২ পয়েন্ট পেয়েছে। সকলের জন্য সুস্বাস্থ্য সূচকে ত্রিপুরা এবার ৬৭ পয়েন্ট পেয়েছে। গুণগত শিক্ষায়ও ত্রিপুরা নীতি আয়োগের প্রদত্ত ইন্ডেক্সে ভাল অবস্থানে রয়েছে। শিক্ষামন্ত্রী জানান, অসমতা হ্রাসের ক্ষেত্রে ত্রিপুরা ৮৫ পয়েন্ট নিয়ে সারা দেশে দ্বিতীয় স্থানে রয়েছে।

পাশাপাশি উৎপাদন এবং ব্যয়ের মধ্যে সমতার ক্ষেত্রে ত্রিপুরা ৯৯ পয়েন্ট নিয়ে সারা দেশে প্রথম স্থানে অবস্থান করছে। শিক্ষামন্ত্রী জানান, শহরবাসী উন্নয়ন সূচকেও ত্রিপুরা ৬৭ পয়েন্ট নিয়ে ভাল অবস্থানে রয়েছে। একই সঙ্গে শান্তি, বিচার, ও মজবুত প্রতিষ্ঠান সূচকে ত্রিপুরা ৮০ পয়েন্ট নিয়ে উল্লেখযোগ্য অবস্থানে রয়েছে।

অনুরূপভাবে লিঙ্গ সমতা, জল ও শৌচাগার, সকলের জন্য বিদ্যুৎ, অর্থনৈতিক অবস্থার উন্নয়ন, শিল্প উদ্ভাবন এবং পরিকাঠামো, জমির উপর অধিকার এবং জীবনযাপন ইত্যাদির নীতি আয়োগের স্থায়ী উন্নয়নের বিভিন্ন ইন্ডিকেটর রাজ্যের অগ্রগতির বিভিন্ন ধাপ তথ্য সমেত সাংবাদিকদের কাছে তুলে ধরেন।

https://www.facebook.com/ratanlalnathmnp/videos/849756872611712/

সাংবাদিক সম্মেলনে শিক্ষামন্ত্রী জানান, এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা লক্ষ্য নিয়ে সামনের দিকে এগিয়ে চলেছে ত্রিপুরা। এক্ষেত্রে সকলের সহযোগিতা তিনি কামনা করেন।

সাংবাদিক সম্মেলনে শিক্ষামন্ত্রী আরও জানান, সমগ্র রাজ্য সহ আগরতলা পুর নিগম এবং সমস্ত আরবান লোকাল বড়ি এলাকায় করোনা কার্ফুর মেয়াদ আগামী ১০ জুন পর্যন্ত বাড়ানো হয়েছে।

 

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?