মুখে কালো ফিতা ধারণ করে শিক্ষা ভবনের সামনে প্রতিবাদে সামিল চাকরিচ্যুত ১০৩২৩

স্টাফ রিপোর্টার, আগরতলা, ৪ জুন।। রাজ্যে চাকরিচ্যুত শিক্ষকদের মৃত্যুর মিছিল ক্রমশ লম্বা হচ্ছে৷ মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে একশত৷ শুক্রবার চাকরিচ্যুত শিক্ষকদের যৌথ সংগঠন জয়েন্ট মুভমেন্ট কমিটি অফিস লেনে শিক্ষা অধিকর্তার অফিসের সামনে আজকের দিনটি কালো দিবস হিসাবে পালন করেছে৷

চাকরিচ্যুত শিক্ষকদের সমস্যার স্থায়ী সমাধান এবং করোনা সংক্রমণ জনিত পরিস্থিতিতে বিশেষ অনুদান ঘোষণার দাবি জানানো হয়েছে৷ শুক্রবার অফিসে শিক্ষা অধিকর্তার অফিসের সামনে আজকের দিনটি কালো দিবস হিসেবে পালন করা হয়েছে৷

চাকরিচ্যুত শিক্ষকদের যৌথ সংগঠন জয়েন্ট মুভমেন্ট কমিটি শুক্রবার আন্দোলন কর্মসূচি পালন করে৷ করোণা বিধি মেনে মুখে কালো ফিতা ধারণ করে তারা শিক্ষা অধিকর্তার অফিসের সামনে প্রতিবাদ বিক্ষোভে সামিল হোন৷ আন্দোলনকারী সংগঠনের নেতৃবৃন্দ জানান গতকাল আরো একজন শিক্ষকের বিনা চিকিৎসায় মৃত্যু হয়েছে৷

এনিয়ে চাকরিচ্যুত শিক্ষকদের মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে একশত৷ মৃত্যুর মিছিল দিনের পর দিন বেড়েই চলেছে৷ চাকরিচ্যুত বহু শিক্ষক অসুস্থ অবস্থায় বিনা চিকিৎসায় দিনাতিপাত করছেন৷ সরকার তাদের বিষয়ে এখনো পর্যন্ত চূড়ান্ত কোনো সিদ্ধান্ত গ্রহণ করেনি৷

সরকারকে অবিলম্বে চাকরিচ্যুত শিক্ষকদের সম্পর্কে ইতিবাচক সিদ্ধান্ত গ্রহণের দাবি জানানো হয়েছে৷ চাকুরীরত শিক্ষক সংগঠনের নেতৃবৃন্দ অভিযোগ করেছেন সরকার ধৃতরাষ্ট্রের ভূমিকা পালন করে চলেছে৷ টানা পনের মাস ধরে চাকরিচ্যুত শিক্ষকদের প্রতি রোজগার পুরোপুরি বন্ধ হয়ে রয়েছে৷

https://www.facebook.com/107980537464488/videos/916656762456672/

যেসব চাকরিচ্যুত শিক্ষকের মৃত্যু হয়েছে তাদের প্রত্যেকের পরিবারে একটি সরকারি চাকরির প্রদানের জন্যও তারা দাবি জানিয়েছেন৷সরকার এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ না করলে জীবন জীবিকার স্বার্থে চাকরিচ্যুত শিক্ষকরা বৃহত্তর আন্দোলনের পথে অগ্রসর হতে বাধ্য হবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন৷

 

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?