অনলাইন ডেস্ক ৫ জুন।। পশ্চিম আফ্রিকার দেশ বুরকিনা ফাসোর একটি গ্রামে আততায়ীর হামলায় ১৪ জন নিহত হয়েছেন। শনিবার (৫ জুন) এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম এএফপি। জানা যায়, শুক্রবার (৪ জুন) গভীর রাতে টাদারিয়াত গ্রামে আততায়ীরা হামলা চালিয়ে ১৩ জন বেসামরিক বাসিন্দা এবং একজন সেনা সদস্যকে হত্যা করেছে।
এই ঘটনার পর থেকে হামলাকারীদের ধরতে অভিযানে নেমেছে দেশটির সেনাবাহিনী। হামলার ঘটনায় এখনো কোনো গোষ্ঠী দায় স্বীকার করেনি। উল্লেখ্য, আফ্রিকায় এসব ঘটনা নতুন নয়। গত জানুয়ারিতেও উত্তরাঞ্চলীয় বুরকিনা ফাসোতে পৃথক দুই হামলায় ৩৬ ও ৩৯ জন নিহত হয়। এই সহিংসতার কারণে প্রায় পাঁচ লাখ মানুষ বাড়ি ছাড়তে বাধ্য হয়েছিল তখন।