অনলাইন ডেস্ক, ৩ জুন।। বিদ্যা বালানকে কম ছবি দেখা যায়। কারণ এমন কাজ করেন যেখানে তাকে ঘিরেই আবর্তিত হয় কাহিনি। সেই পথে উপহার দিয়েছেন ‘ইশকিয়া’, ‘দ্য ডার্টি পিকচার’, ‘কাহানি’র মতো ছবি। বলতে গেলে এই শতকে নারীকেন্দ্রিক ছবিতে নির্মাতা-দর্শকের আগ্রহ তৈরির অন্যতম কারণ বিদ্যা বালান। তবে ২০১৭ থেকে বিদ্যার ছবির সংখ্যা আরও কমেছে। ‘তুমহারি সুলু’, ‘মিশন মঙ্গল’ এবং দক্ষিণী ছবি ‘এনটিআর…’। গত বছর বিদ্যার ‘শকুন্তলা দেবী’ ওটিটি-তে রিলিজ করে। জুনের মাঝামাঝি তার ‘শেরনি’ও অনলাইনে মুক্তি পাবে।
এ চিত্র পুরো বলিউডেই। যে সব নায়িকারা নারী কেন্দ্রিক সিনেমা ছাড়া অভিনয় করেন না, তাদের কাছে প্রস্তাবও যায় কম। আর হাতে গোনা যে কয়েকটি ছবি নির্মিত হয় সেগুলোর বক্স অফিস সাফল্য নায়কদের তুলনায় পিছিয়ে আছে।মহামারির জেরে গত এক বছরে হলে রিলিজ হয়নি বলিউডের উল্লেখযোগ্য কোনো ছবি। অগত্যা ছোট ছবির নির্মাতারা অনলাইন রিলিজের দিকেই ঝুঁকেছেন।
এই পরিস্থিতিতে নারীকেন্দ্রিক ছবির জন্য নির্মাতারা বেছে নিচ্ছেন ওটিটি প্ল্যাটফর্ম। কারণ হিসেবে বলা হচ্ছে, নারীপ্রধান ছবি নিয়ে যতই হইচই হোক না কেন, সেই ছবির বক্স অফিসে বড় ধরনের সাফল্য লাভের সম্ভাবনা কম। নারীপ্রধান ছবির বাজেটও কম হয়। তাই মোটের ওপর লাভ রেখে অনলাইনে ছেড়ে দিচ্ছেন প্রযোজকেরা। গত এক বছরে ‘শকুন্তলা দেবী’, জাহ্নবী কাপুরের ‘গুঞ্জন সাক্সেনা’, পরিণীতি চোপড়ার ‘দ্য গার্ল অন দ্য ট্রেন’ ওটিটি-তে মুক্তি পেয়েছে। তাপসী পান্নুকে বরাবরই বলিষ্ঠ নারী চরিত্রে দেখা যায়। তার ‘হাসিন দিলরুবা’ অনলাইনে মুক্তি পাবে।
শোনা যাচ্ছে ‘রশ্মি রকেট’ ছবিটিও ওটিটি রিলিজ করবে, যেটির জন্য তাপসীকে অ্যাথলেটের মতো চেহারা তৈরি করতে হয়েছে। কৃতী শ্যাননের ছবি ‘মিমি’ও অনলাইনে মুক্তি পাবে বলে খবর। যে পরিস্থিতিতে বরুণ ধাওয়ানের ‘কুলি নাম্বার ওয়ান’ ওটিটি-তে মুক্তি পাচ্ছে বা সালমান খানের ‘রাধে’ পে পার ভিউ করে দেখতে হচ্ছে, সেখানে নারীকেন্দ্রিক এবং কম বাজেটের ছবির জন্য এই মুহূর্তে ভরসা হয়তো ওটিটি।