অনলাইন ডেস্ক, ৩ জুন।। বৃহস্পতিবার আচমকাই কেন্দ্রীয় শিক্ষামন্ত্রক সিবিএসই পড়ুয়া ও অভিভাবকদের একটি বৈঠক ডাকেন। সেই বৈঠকে যোগ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী । এদিন শুধু বৈঠকে যোগ দেওয়া নয়, বৈঠকে উপস্থিত অভিভাবকদের সঙ্গে কথাওবলেন প্রধানমন্ত্রী। তাঁদের সব বক্তব্য ও উদ্বেগের কথা মন দিয়ে শোনেন তিনি। পরীক্ষা বাতিল হওয়ার পর প্রধানমন্ত্রীর বার্তা পেয়ে উচ্ছ্বসিত পড়ুয়ারা ।
চলতি বছরের মাঝামাঝি থেকে ফের দেশজুড়ে চোখ রাঙাচ্ছে করোনা সংক্রমণ। কোভিডের দ্বিতীয় ঢেউ সামাল দিতে কার্যত নাকানিচোবানি খাচ্ছেন সকলে। বৃদ্ধ বা প্রৌঢ়দের তুলনায় এবার বেশিমাত্রায় আক্রান্ত হচ্ছেন তরুণ প্রজন্ম। সংক্রমণ রুখতে স্কুল-কলেজে তালা ঝুলছে।
পরিস্থিতির কথায় মাথায় রেখেই আগেই দশম শ্রেণি পর্যন্ত পরীক্ষা বাতিল করার পথে হেঁটেছিল বোর্ড। এরপর দ্বাদশ শ্রেণির পরীক্ষার ভবিষ্যৎ নিয়ে গত ১ জুন একটি বৈঠকে বসেন প্রধানমন্ত্রী। তিনি ছাড়া ওই বৈঠকে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, পরিবেশ মন্ত্রী প্রকাশ জাওড়েকর ও সিবিএসই-র সভাপতি মনোজ আহুজা।
ওই বৈঠকেই পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়।সিবিএসই ও আইসিএসই পরীক্ষা বাতিল হওয়ার পর একই পথ অবলম্বন করে দ্বাদশ শ্রেণির পরীক্ষা বাতিল করেছে একাধিক রাজ্য সরকার। মোট ৭ রাজ্য এ পর্যন্ত বোর্ড পরীক্ষা বাতিল করেছে বলে জানা গিয়েছে।