অনলাইন ডেস্ক, ৩ জুন।। বিগ ব্যাশে ফিরছেন ইংল্যান্ডকে ওয়ানডে বিশ্বকাপ জেতানো কোচ ট্রেভর বেইলিস। সিডনি থান্ডারের সঙ্গে তিন বছরের চুক্তি করেছেন তিনি। বেইলিসের অধীনে ২০১৯ সালে বিশ্বকাপ জেতে ইংলিশরা।
এই অস্ট্রেলিয়ান কোচ সিডনি থান্ডারে স্থলাভিষিক্ত হচ্ছেন শেন বন্ডের। পরিবারকে আরও বেশি সময় দিতে ক্লাবটির সঙ্গে চুক্তি বাড়াননি বন্ড। বেইলিস এর আগে সিডনি কেন্দ্রিক ক্লাবে কোচের দায়িত্ব পালন করেছিলেন। লিগের উদ্বোধনী সংস্করণ থেকে ২০১১-১৫ পর্যন্ত সিডনি সিক্সার্সের শিরোপা অভিযানে দায়িত্ব পালন করেন তিনি।
সিডনি থান্ডারের সঙ্গে চুক্তির পর বেইলিস বলেন, ‘থান্ডাররা গত কয়েক বছর ধরে ভালো করছে… আশা করি এই মৌসুমে আমরা আরও এক বা দুই ধাপ এগোতে পারব।’ বেইলিস ছাড়াও বিগ ব্যাশে ফিরছেন ডেভিড সাকের। মেলবোর্ন রেনেগেডসের সঙ্গে চুক্তি করেছেন অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও শ্রীলঙ্কার সাবেক এই পেস-বোলিং কোচ। এর আগে ২০১৬-১৬ মৌসুম পর্যন্ত ক্লাবটির সঙ্গে কাজ করেছিলেন তিনি। এবার সাকেরকে আবারও নিয়োগ দিল রেনেগেডস।