অনলাইন ডেস্ক, ৩ জুন।। জলবায়ু পরিবর্তনের কারণে গরমের মৌসুমে তাপদাহ জনিত মৃত্যু বাড়ছে বলে নতুন এক গবেষণায় উঠে এসেছে। গবেষকেরা তাই জনস্বাস্থ্য সুরক্ষায় গ্রিনহাউজ গ্যাস নিঃসরণ কমাতে কঠোর ব্যবস্থা নেওয়ার পরামর্শ দিয়েছেন।
তাপদাহের কারণে বিশ্বে যত মানুষ মারা যায় তার এক-তৃতীয়াংশেরও বেশি মৃত্যুর জন্য জলবায়ু পরিবর্তনের কারণে বেড়ে যাওয়া এই বিশ্ব উষ্ণায়নকে দায়ী করছেন গবেষকেরা।
নতুন এই গবেষণা প্রতিবেদন সোমবার ‘নেচার ক্লাইমেট চেঞ্জ’ জার্নালে প্রকাশ পায় বলে জানিয়েছে দ্য নিউ ইয়র্ক টাইমস।
এই গবেষণা দলের ৭০ জন গবেষক ৪৩টি দেশের এপিডিমিওলজি ও ক্লাইমেট মডেলিংয়ের বড় বড় বেশ কয়েকটি প্রকল্পের মাঠ পর্যায় থেকে সংগ্রহ করা তথ্যের ভিত্তিতে গবেষণা প্রতিবেদন তৈরি করেছেন।
গবেষণায় দেখা যায়, জলবায়ু পরিবর্তনের কারণে গরমের মৌসুমে তাপদাহ জনিত মৃত্যু ৩৭ শতাংশ বেড়ে গেছে। এর আগেও বড় বড় কয়েকটি নগরীতে তাপদাহ চলার সময়ে একই ধরনের গবেষণায় মৃত্যু বেড়ে যাওয়ার তথ্য উঠে আসে।
নতুন গবেষণা প্রতিবেদনের জ্যেষ্ঠ গবেষক অ্যান্তোনিও গ্যাসপারিন বলেন, ‘জলবায়ু পরিবর্তনের বিষয়টি এখন আর দূর ভবিষ্যতের বিষয় নয়। পরিবেশ এবং মানুষের বাস্তুসংস্থানের উপর এরই মধ্যে এর প্রভাব পড়তে শুরু করেছে। জনস্বাস্থ্যের উপর জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাবও এখন দৃশ্যমান এবং তা পরিমাপ করা যাচ্ছে। ’
গবেষকেরা বলেন, যে পদ্ধতিতে গবেষণা করা হয়েছে তা যদি বিশ্বব্যাপী সম্প্রসারণ করা যায় তবে দেখা যাবে, জলবায়ু পরিবর্তনের কারণে পৃথিবীজুড়ে তাপদাহ জনিত মৃত্যু লাখের বেশি বেড়ে গেছে।