ফিরেই পেনাল্টি মিস করেছেন রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ড

অনলাইন ডেস্ক, ৩ জুন।। প্রায় ৬ বছর পর জাতীয় দলে ফেরাটা স্মরণীয় করে রাখতে পারলেন না করিম বেনজেমা। ফিরেই পেনাল্টি মিস করেছেন রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ড।

তবে বেনজেমার ভুলের মাশুল গুনতে হয়নি ফ্রান্সকে। ইউরোর মূল মঞ্চে নামার আগে ১০ জনের দল হয়ে পড়া ওয়েলসের বিপক্ষে প্রীতি ম্যাচে ৩-০ গোলে জিতেছে বিশ্বকাপ চ্যাম্পিয়নরা।

ঘরের মাঠ অ্যালিয়েঞ্জ রিভিয়েরায় ম্যাচের শুরু থেকে আক্রমণে ঝড় তোলে ফ্রান্স। ২৫তম মিনিটে লিভারপুল রাইট-ব্যাক নিকো উইলিয়ামস লাল কার্ড দেখে মাঠ ছাড়লে ১০ জনের দল হয়ে পড়ে গ্যারেথ বেলের ওয়েলস।

২৭তম মিনিটে পেনাল্টি কিক নেন বেনজেমা। কিন্তু গোলরক্ষক ড্যানি ওয়ার্ডকে পরাস্ত করতে পারেননি তিনি। তবে প্রত্যাবর্তনের ম্যাচ পুরো ৯০ মিনিটই মাঠে ছিলেন বেনজেমা।

অবশ্য গোলের জন্য বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি দিদিয়ের দেশমের শিষ্যদের। ৩৪তম মিনিটে কিলিয়ান এমবাপ্পের গোলে এগিয়ে যায় ফ্রান্স। দ্বিতীয়ার্ধের শুরুতে ফের পিছিয়ে পড়ে ওয়েলস।

এমবাপ্পের পাস থেকে ৪৭তম মিনিটে জাল খুঁজে নেন আঁতোয়া গ্রিজম্যান। ৭৯তম মিনিটে খর্বশক্তির ওয়েলসের জালে তৃতীয় বলটি জড়িয়ে দেন ওসমানে দেম্বেলে।

আরেক প্রীতি ম্যাচে কষ্টার্জিত জয় পেয়েছে ইংল্যান্ড। আর্সেনালের তরুণ ফরোয়ার্ড বুকায়ো সাকার একমাত্র গোলে অস্ট্রিয়াকে ১-০ গোলে হারিয়েছে ইংলিশরা।

তবে তাদের এখন দুশ্চিন্তার নাম হয়ে উঠেছে লিভারপুলের ডিফেন্ডার ট্রেন্ট আলেক্সান্ডার- আর্নল্ড। অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচে তাকে মাঠ ছাড়তে হয়েছে চোটে পড়ে।

কোচ গ্যারেথ সাউথগেটের ২৬ সদস্যের চূড়ান্ত স্কোয়াড ঘোষণার পরের দিনই প্রীতি ম্যাচ খেলতে নেমে চোটে পড়লেন আলেক্সান্ডার-আর্নল্ড।

২২ বছর বয়সী ডিফেন্ডারের ইউরোর মূল মঞ্চে খেলা নিয়ে শঙ্কা জেগেছে। এর আগে চোটের কারণে আলেক্সান্ডার-আর্নল্ডের চূড়ান্ত স্কোয়াডে থাকা নিয়েও সংশয় ছিল।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?