অনলাইন ডেস্ক, ৩ জুন।। নিজ দেশের তরুণ পেসারদের অনুশীলন করাতে চান ‘রাওয়ালপিন্ডি এক্সপ্রেস’ খ্যাত পাকিস্তানের কিংবদন্তি পেসার শোয়েব আখতার। সম্প্রতি এক সাক্ষাৎকারে আখতার জানান, পাকিস্তানের যেসব তরুণ ফাস্ট বোলার হতে চায় তাদেরকে পেস বোলিংয়ের বিভিন্ন কৌশল শেখাতে চান তিনি। ৪৫ বছর বয়সী সাবেক পেসার বলেন, ‘তারা জিমে প্রচুর সময় কাটাচ্ছে তবে যখন আমি সুযোগ পাবো, কী করতে হবে, ফাস্ট বোলার কী, কীভাবে হতে হয়, তা তোমাদের শেখাব’।
ক্রিকেট ইতিহাসের সবচেয়ে দ্রুতগতির রেকর্ড গড়া বোলার আরও জানান, পেসারদের সফল হওয়ার জন্য দরকার এক প্রকার নিশ্চিত মনোভাব। শোয়েব বলেন, ‘সবকিছু আসে মনোভাব থেকে। যখন আপনার মনোভাব সঠিক ও পজিটিভ থাকবে, আপনার শক্তি সঠিক বিষয়ের জন্য ব্যয় হবে, আপনি নিঃসন্দেহে সফল হবেন। যখন আপনার প্রতিভা ও সঠিক মনোভাব থাকবে, নিঃসন্দেহে আপনি সেই কাঙ্ক্ষিত জায়গায় যেতে পারবেন।
শোয়েব আরও জানান, তিনি যখন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান হবেন, তখন পাকিস্তান দলে ফাস্ট বোলারের কোনো কমতি হবে না। দুই দশক আগেও কিংবদন্তি পেসারে ঠাসা ছিল পাকিস্তান দল। ওয়াসিম আকরাম, ওয়াকার ইউনিস, শোয়েব আখতার, এই তিন নামই যথেষ্ট ছিল বিপক্ষ দলের ব্যাটসম্যানদের মনে ত্রাস ছড়াতে।
পাকিস্তানে অবশ্য কখনো তেমন পেসারদের অভাব হয়নি। আকরাম-ইউনিস-আখতারের পরে এসেছিলেন মোহাম্মদ আমির ও মোহাম্মদ আসিফের মতো পেসাররা। কিন্তু তাদের ক্যারিয়ারের সবচেয়ে বড় অভিশাপ হয়ে আছে ম্যাচ ফিক্সিং। বর্তমানে পাকিস্তান দলের উল্লেখযোগ্য পেসাররা হচ্ছেন শাহীন আফ্রিদি, নাসিম শেখ, হারিস রউফ, মোহাম্মদ হাসনাইন। তবে গতির প্রশ্ন যখন আসে তারা শোয়েব আখতারের চেয়ে অনেক পিছিয়ে থাকেন। ঘণ্টায় ১৬১.৩ কিলোমিটার গতিতে বল করার রেকর্ডটি যে এখনো অক্ষুণ্ন আছে রাওয়ালপিন্ডি এক্সপ্রেসের।