অনলাইন ডেস্ক, ৩ জুন।। লকডাউন বিধি ভাঙার অপরাধে টাইগার শ্রফ ও দিশা পাটানির বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে মুম্বাই পুলিশ। বান্দ্রার ব্যান্ডস্ট্যান্ড এলাকায় গাড়ি করে ঘুরে বেড়াচ্ছিলেন বলে দুই তারকার বিরুদ্ধে এ অভিযোগ।
দুপুর ২টার পরও কেন ঘরের বাইরে সে সম্পর্কে উপযুক্ত কারণ না দেখাতে পারায় মামলা দায়ের করে পুলিশ। ভারতীয় দণ্ডবিধির ১৮৮ ধারায় বলিউডের এ জুটির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। জামিনযোগ্য ধারা হওয়ায় গ্রেপ্তার করা হয়নি বলে জানায় পুলিশ।
মঙ্গলবার লকডাউন বিধি অমান্য করার কারণেই মুম্বাইয়ের বান্দ্রা সংলগ্ন ব্যান্ডস্ট্যান্ড এলাকায় দিশা-টাইগারের গাড়ি আটকানো হয়। টাইগার বসেছিলেন পেছনের সিটে। আর চালকের পাশে বসেছিলেন দিশা। জিম থেকে বের হয়ে ওই এলাকায় গাড়ি করে ঘুরে বেড়াচ্ছিলেন তারা। তখনই তাদের গাড়ি আটকানো হয়। যদিও জাতীয় পরিচয় পত্রসহ অন্যান্য কাগজপত্র দেখার পরই ছেড়ে দেওয়া হয় দিশা ও টাইগারকে।
১৫ জুন পর্যন্ত আপাতত লকডাউন ঘোষিত রয়েছে মুম্বাইয়ে। অত্যাবশ্যকীয় পণ্যের দোকান সকাল ৭টা থেকে দুপুর ২টা পর্যন্ত খোলা রাখার নিয়ম জারি রয়েছে।