অনলাইন ডেস্ক, ২ জুন : বিশ্বের সবচেয়ে ভয়ংকর মাফিয়া চক্রের কথা উঠলে শুরুতে আসবে সিসিলিয়ান মাফিয়াদের কথা। খুন, চোরাচালান, মাদক পাচার, মানব পাচার, অস্ত্র, স্বর্ণ-হিরে পাচারসহ হেন কোনো অপরাধ নেই, যা তারা করে না। হলিউডের বিখ্যাত চলচ্চিত্র ‘গডফাদার’ সিরিজ যারা দেখেছেন, তাদের জানার কথা সিসিলিয়ান মাফিয়াদের সম্পর্কে। তাদের এত ক্ষমতা যে, কারাগারে রাখাও মুশকিল।
এবার জিওভানি ব্রুস্কা নামে তেমন এক সিসিলিয়ান মাফিয়া বস মুক্তি পেলেন কারাগার থেকে। অ্যাসিড দিয়ে ভয়ংকরভাবে এক শিশুর শরীর ঝলসে দেওয়ার মতো অপরাধও করেছেন তিনি। লোকজনের কাছে ‘কসাই’ নামে পরিচিত ব্রুস্কা। ১০০ জনের বেশি লোককে খুন করেছেন বলেও স্বীকার করেছেন তিনি। তার মধ্যে আছে, ইতালিতে মাফিয়া-বিরোধী শীর্ষ প্রসিকিউটর জিওভানি ফ্যালকনকে গুপ্তহত্যার মতো অপরাধও।
তবে পরে ব্রুস্কা তথ্যদাতা হয়ে তার সহযোগী সন্ত্রাসীদের আইনের আওতায় আনতে প্রসিকিউটরদের সাহায্য করেন। যার কারণে তার শাস্তিও কমানো হয়। এবার তিনি কারাগার থেকে ছাড়া পেলেন ২৫ বছর পর। কিন্তু ব্রুস্কার মুক্তিতে ক্ষোভ প্রকাশ করেছেন তার হাতে ভুক্তভোগী আত্মীয়-স্বজনরা। এখন তিনি চার বছর প্যারোলে থাকবেন। ৬৪ বছর বয়সী ব্রস্কা সিসিলিয়ান মাফিয়া গ্রুপ কোসা নস্ট্রার গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন।
১৯৯২ সালে এক বোমা বিস্ফোরণ ঘটিয়ে ইতালির শীর্ষস্থানীয় মাফিয়া বিরোধী তদন্তকারী, বিচারক জিওভানি ফ্যালকনকে হত্যা করেন তিনি। যা দেশটির সবচেয়ে কুখ্যাত খুনের একটি। এই হামলায় ফ্যালকনের স্ত্রী ও তিন বডিগার্ডও নিহত হন।