বাড়িতে বসে ১৫ মিনিটেই জানা যাবে করোনা পরীক্ষার রিপোর্ট, ওষুধের দোকানে এই কিট পাওয়া যাবে

অনলাইন ডেস্ক, ৩ জুন।। বাজারে এল করোনা পরীক্ষার নতুন টেস্ট কিট । এবার থেকে বাড়িতে বসে ১৫ মিনিটেই জানা যাবে করোনা পরীক্ষার রিপোর্ট । বৃহস্পতিবার বাণিজ্যিকভাবে এই করোনা পরীক্ষার কিটের উদ্বোধন হয়ে গেল। দুই থেকে তিন দিনের মধ্যে সারা দেশ জুড়ে বিভিন্ন ওষুধের দোকানে এই কিট পাওয়া যাবে। দেশীয় পদ্ধতিতে দ্রুত করোনা পরীক্ষার কিট বাজারে এসে গেল।

এই পদ্ধতিতে মাত্র ১৫ মিনিটের মধ্যে করোনা পরীক্ষার রিপোর্ট চলে আসবে । বৃহস্পতিবার বাণিজ্যিকভাবে এই করোনা পরীক্ষার কিটের উদ্বোধন হল । এদিন উৎপাদনকারী সংস্থা মাইল্যাব ডিসকভারি সলিউশনের তরফে জানানো হয়েছে, দেশীয় পদ্ধতিতে তৈরি করোনা পরীক্ষার নতুন এই কিটের নাম ‘কোভিসেল্ফ’। প্রতি ইউনিটের দাম আড়াইশো টাকা। এই কিটটি ইন্ডিয়ান কাউন্সিল ফর মেডিক্যাল রিসার্চের অনুমোদনপ্রাপ্ত।

ভারতে তৈরি এই কিটের মাধ্যমে বাড়িতে বসে কারো করোনা হয়েছে কিনা, তা নির্নয় করা যাবে।দেশীয় পদ্ধতিতে তৈরি এই কিটটিকে প্রায় সারা দেশেই ছড়ি্য়ে দেওয়া হবে। দেশ জুড়ে বিভিন্ন ওষুধের দোকানে এই করোনা পরীক্ষার কিট পাওয়া যাবে।

গত ১৯ মে আইসিএমআর দেশিয় পদ্ধতিতে তৈরি র‍্যাপিড অ্যান্টিজেন টেস্টের কিটটি বিক্রির অনুমোদন দিয়েছে। বাড়িতে বসে প্রেগনেন্সি টেস্ট যেভাবে করা হয়, ঠিক সেইভাবেই এই কিটের মাধ্যমে বাড়িতে বসেই করোনা পরীক্ষা করা হবে। যেকোনও ব্যক্তি ই–কমার্সের মাধ্যমে এই কিটের অর্ডার দিতে পারেন। জানা গিয়েছে, বৃহস্পতিবার বাজারে ১০ লাখ টেস্ট কিট বাজারে ছাড়া হয়েছে। প্রতি সপ্তাহে ৭০ লাখ করে টেস্ট কিট বাজারে আসবে।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?