অনলাইন ডেস্ক, ৩ জুন।। ইসরায়েলে বিরোধী জোট সরকার গঠনের বিষয়টি প্রেসিডেন্টকে অবহিত করেছেন। অবসান হতে যাচ্ছে বেনিয়ামিন নেতানিয়াহুর দীর্ঘ ১২ বছরের শাসন।
প্রেসিডেন্ট রিউভেন রিভলিনকে জোট সরকার গঠন করতে পেরেছেন বলে জানিয়েছেন ইসরায়েলের মধ্যপন্থী দল ইয়েস আতিদের নেতা ইয়ার লাপিড। খবর: আলজাজিরা ও হারেৎজ।
এর আগে বর্তমান প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে সরকার গঠনের সুযোগ দেওয়া হয়েছিল। তবে তিনি সরকার গঠনে ব্যর্থ হন।
গত মার্চে অনুষ্ঠিত ইসরায়েলের জাতীয় নির্বাচনে কোনো দল একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি। আসনের দিক দিয়ে নেতানিয়াহুর ডানপন্থী দল লিকুদ পার্টির পরেই রয়েছে লাপিডের দল ইয়েস আতিদ। দেশটিতে এটি ছিল দুই বছরের মধ্যে চতুর্থ নির্বাচন।
ইসরায়েলের মধ্যপন্থী দল ইয়েস আতিদের নেতা ইয়ার লাপিড জোট সরকার গঠনের লক্ষ্যে উগ্রপন্থী নেতা নাফতালি বেনেটের সঙ্গে সমঝোতায় যান।
চুক্তি অনুযায়ী ১২০ আসনের ইসরায়েলি পার্লামেন্টে মাত্র ছয় আসন নিয়েই ইসরায়েলের প্রধানমন্ত্রী হতে চলেছেন নাফতালি বেনেট। প্রথম দুই বছর প্রধানমন্ত্রী থাকবেন তিনি। বাকি দুই বছরের জন্য প্রধানমন্ত্রী হবেন ইয়ার লাপিড।
নতুন জোট সরকার গঠন চূড়ান্ত হলে ইসরায়েলে প্রধানমন্ত্রী নেতানিয়াহুর ১২ বছরের দীর্ঘ শাসনের অবসান ঘটবে। ৭১ বছর বয়সী নেতানিয়াহুর বিরুদ্ধে দুর্নীতির মামলায় বিচার চলছে।