স্টাফ রিপোর্টার, আগরতলা, ২ জুন।। কোভিড অতিমারিতে অনাথ শিশুদের জন্য কেন্দ্র ও রাজ্য সরকার যে প্রকল্প নিয়েছে তা ঐতিহাসিক। এই প্রকল্প চালুর ফলে অনাথ হওয়া শিশুদের ভবিষ্যত সুরক্ষিত হবে।
আজ সচিবালয়ে এক সাংবাদিক সম্মেলনে এ কথা বলেন সমাজকল্যাণ ও সমাজশিক্ষা মন্ত্রী সান্ত্বনা চাকমা সাংবাদিক সম্মেলনে কেন্দ্র এবং রাজ্য সরকারের এই প্রকল্পের বিস্তারিত তথ্য তুলে ধরে সমাজকল্যাণ ও সমাজশিক্ষা মন্ত্রী প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানান।
তিনি বলেন, অসহায় শিশুদের কল্যাণ এবং সহায়তার জন্যই এই প্রকল্পগুলি চালু করা হয়েছে। প্রকল্পগুলি সম্পর্কে জানাতে গিয়ে সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা মন্ত্রী বলেন, কেন্দ্রীয় সরকার শিশুদের জন্য প্রধানমন্ত্রী সহায়তা প্রকল্প (PM CARES for Children Empowerment of Covid affected Children) চালু করেছে। এই প্রকল্পে কোভিড়ের কারণে যেসমস্ত শিশুরা অনাথ হয়েছে তাদের সহায়তায় পি এম কেয়ারসের মাধ্যমে শিশুটির নামে ১০ লক্ষ টাকার কর্পাস ফান্ড তৈরি করা হবে।
যখন শিশুটির ১৮ বছর পূর্ণ হবে, তার পর থেকে পরবর্তী ৫ বছর পর্যন্ত ব্যক্তিগত যত্ন বা দৈনন্দিন প্রয়োজনীয়তা মেটানোর জন্য মাসিক একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ প্রদান করা হবে। সাংবাদিক সম্মেলনে সমাজকল্যাণ মন্ত্রী আরও জানান, শিশুটি যখন ২৩ বছর বয়সে পদার্পন করবে তখন তাকে কর্পাস ফান্ডের মূল অর্থরাশির বাকি টাকা প্রদান করা হবে।
এই প্রকল্পে ১৮ বছরের নিচে শিশুদের যেকোন কেন্দ্রীয় সরকারের অধীনস্থ আবাসিক বিদ্যালয় যেমন সৈনিক বিদ্যালয়, নবোদয় বিদ্যালয় এবং বেসরকারি বিদ্যালয়ে ভর্তির সুযোগ পাবে। তিনি জানান যদি কোন শিশু বেসরকারী বিদ্যালয়ে ভর্তি হয়, শিক্ষা অধিকার নিয়মানুযায়ী বেসরকারী বিদ্যালয়ের প্রদত্ত মাসিক বেতন পি এম কেয়ারস থেকে প্রদান করা হবে। পাশাপাশি উচ্চ শিক্ষার জন্য শিক্ষা ঋণের নিয়মানুযায়ী শিক্ষা ঋণ গ্রহনের সুবিধা পাবে এবং পি এম কেয়ারস থেকে এই ঋণের সুদ মেটানো হবে।
শিশুটির বৃত্তিমূলক শিক্ষার জন্য মাসিক প্রশিক্ষণ খরচের সমতুল্য মাসিক বৃত্তি প্রদান করা হবে। সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা মন্ত্রী আরও জানান, কোভিড অতিমারিতে পিতা-মাতা হারা অনাথ শিশুরা ১৮ বছর বয়স পর্যন্ত আয়ুষ্মান ভারত প্রকল্পের সুবিধাভোগী হিসেবে তালিকাভুক্ত হবেন এবং ৫ লক্ষ টাকা পর্যন্ত স্বাস্থ্য বীমার সুবিধা পাবেন। পি এম কেয়ারস থেকে এই বীমার প্রিমিয়াম প্রদান করা হবে বলে জানান সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা মন্ত্রী।
সাংবাদিক সম্মেলনে সমাজকল্যাণ ও সমাজশিক্ষা মন্ত্রী রাজ্য সরকার কর্তৃক ঘোষিত মুখ্যমন্ত্রী বালা সেবা প্রকল্প সম্পর্কে জানাতে গিয়ে বলেন, এই প্রকল্পে কোভিড অতিমারির কারণে পিতা-মাতা হারা অনাথ শিশুদের আর্থিক এবং শিক্ষাগত দিক থেকে সহায়তা করার উদ্দেশ্যে এই প্রকল্প চালু করা হয়েছে।
এই প্রকল্পে কোভিড়ের কারণে পিতা-মাতা হারা যেসব অনাথ শিশুদের দেখাশুনার জন্য যৌথ পরিবার বা অন্য যেকোনো ভাবে সক্ষম আইনী অভিভাবক রয়েছেন তাদেরকে প্রতি মাসে ৩,৫০০ টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হবে। এই প্রকল্পে যেসব বালিকা অন্তর্ভুক্ত হবে তাদের বিবাহকালীন সময়ে বিবাহের জন্য এককালীন ৫০ হাজার টাকা অনুদান দেবে রাজ্য সরকার।
পাশাপাশি এই প্রকল্পে যেসব সুবিধাভোগী একাদশ বা দ্বাদশ শ্রেণীতে পাঠরত তাদেরকে ল্যাপটপ/ট্যাব দেওয়া হবে। সাংবাদিক সম্মেলনে সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের সচিব দীপা ডি নায়ার এবং অধিকর্তা প্রীন্সি রানী উপস্থিত ছিলেন।