অনলাইন ডেস্ক, ১ জুন।। করোনা আবহে পড়ুয়াদের স্বার্থে, তাঁদের স্বাস্থ্যের কথা বিচার করে চলতি বছরে সিবিএসই বোর্ডের দ্বাদশ শ্রেণির পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত নিল কেন্দ্র। মঙ্গলবার বৈঠকে এই সিদ্ধান্ত নেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ছাত্রদের স্বার্থেই নরেন্দ্র মোদী পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছে প্রধানমন্ত্রীর দফতর । প্রধানমন্ত্রী টুইট করেছেন, ভবিষ্যৎ প্রজন্মের স্বাস্থ্যের সুরক্ষায় এই সিদ্ধান্ত।
চলতি বছরে কোভিডের দ্বিতীয় ঢেউয়ের বাড়বাড়ন্তে সিবিএসই বোর্ডের দ্বাদশ শ্রেণির পরীক্ষা আদৌ হবে কি না বা হলেও কী প্রক্রিয়ায় তা হবে, সে ব্যাপারেই সিদ্ধান্ত নিতে মঙ্গলবার প্রধানমন্ত্রী বৈঠক করেন। বিকেলে সেই বৈঠক শুরু হয়। প্রধানমন্ত্রী মোদী ছাড়া সেই বৈঠকে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাভড়েকর, সিবিএসই বোর্ডের চেয়ারম্যান-সহ অনেকে।
তবে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী করোনা পরবর্তী অসুস্থতার কারনে হাসপাতালে চিকিৎসাধীন থাকায় এই বৈঠকে থাকতে পারেননি। এদিনের বৈঠকের পর প্রধানমন্ত্রীর সচিবালয় থেকে বিবৃতিতে জানান হয়েছে, কোভিড পরিস্থিতিতে বিভিন্ন পক্ষের মতামত নেওয়া হয়েছে। চলতি বছর দ্বাদশ শ্রেণির পরীক্ষা না নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। নির্দিষ্ট পদ্ধতিতে সময়ের মধ্যে রেজাল্ট প্রকাশিত হবে।
এবিষয়ে প্রধানমন্ত্রী টুইট করে লেখেন, সিবিএসই পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত নিয়েছে ভারত সরকার। অনেক আলোচনার পর আমার পড়ুয়া-বান্ধব সিদ্ধান্ত নিয়েছি। এতে দেশের ভবিষ্যৎ প্রজন্মের স্বাস্থ্য সুরক্ষিত থাকবে।” উল্লেখ্য, সিবিএসই দ্বাদশের পরীক্ষা নিয়ে সুপ্রিম কোর্টে মামলা চলছে। এই বৈঠকে যা সিদ্ধান্ত নেওয়া হয়েছে তা ৩ জুন সুপ্রিম কোর্টকে জানাবে কেন্দ্র। কেন্দ্রের সিদ্ধান্ত খতিয়ে দেখে তারপরই চূড়ান্ত রায় দেবে সুপ্রিম কোর্ট।