স্টাফ রিপোর্টার, বিশালগড়, ২ জুন।। সিপাহীজলা জেলায় ১৮-৪৪ বছর, ৪৫-৫৯ বছর এবং ৬০ বছরের উপরে মোট ১,৬৮,২৭৫ জনকে প্রথম ও দ্বিতীয় ডোজ ভ্যাকসিন দেওয়া হয়েছে। আজ সিপাহীজলা জেলার জেলাশাসকের কার্যালয়ের কনফারেন্স হলে এক সাংবাদিক সম্মেলনে জেলাশাসক বিশ্বশ্রী বি একথা জানান।
সাংবাদিক সম্মেলনে তিনি জানান, জেলায় মোট ১৬৩টি সেন্টারে এই কোভিড ভ্যাকসিন দেওয়া হয়। জেলাতে এখন পর্যন্ত ২৫,৮৬২ জনকে কোভিড টেস্ট করা হয়েছে। এরমধ্যে ১,৪১৫ জনের শরীরে কোভিড পজিটিভ পাওয়া গেছে।
তাছাড়াও ২০২০ সালে ৮৬,৭৬৭ জনকে টেস্ট করা হয়েছিল। এরমধ্যে ৪,৪১৪ জনের শরীরে কোভিড পজিটিভ পাওয়া গিয়েছিল। তাদের জেলার বিভিন্ন কোভিড সেন্টারে চিকিৎসা করার পর সুস্থ করে নিজ নিজ বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছে। জেলায় বর্তমানে মোট ৮৩৪ জন হোম আইসোলেশনে রয়েছে। কোভিড আক্রান্ত হয়ে জেলায় এখন পর্যন্ত মোট ১৬ জনের মৃত্যু হয়েছে।
এখন পর্যন্ত ৭ জনকে মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিল থেকে প্রথম কিস্তিতে ৩ লক্ষ টাকা করে দেওয়া হয়েছে। জেলায় বর্তমানে ৬টি স্থানে কন্টেইনমেন্ট জোন রয়েছে। জেলাতে লালসিংমুড়া কোভিড কেয়ার সেন্টারে ১০০টি শয্যা, ডিপিআরসি কোভিড সেন্টারে ১০০টি এবং মেলাঘর কোভিড সেন্টারে ২৫টি শয্যা রয়েছে।
পর্যাপ্ত পরিমাণে বিভিন্ন চিকিৎসা সরঞ্জামও রয়েছে। জেলাশাসক জানান, মাস্ক না পড়ার জন্য জেলায় এবছর মোট ১৬,৩৫,০৭০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। জেলা প্রশাসন থেকে বিশ্রামগঞ্জ দ্বাদশ স্কুলে ৬০জন শিক্ষককে নিয়ে কোভিড ওয়ার সেন্টার চালু করা হয়েছে।
প্রতিদিন দিবারাত্র এই ওয়ার রুম চালু রয়েছে। এতে কোভিড সম্পর্কে বিভিন্ন তথ্য আদান প্রদান করা হচ্ছে। জেলাতে কোভিড নিয়ন্ত্রণে আনতে কোভিড ভ্যাকসিন নিতে বিশেষ করে এডিসি এলাকায় কোভিড টিকা নেওয়ার বিষয়টি প্রচারে আনতে প্রশাসন থেকে অনুরোধ জানানো হয়েছে।
আজ সাংবাদিক সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিপাহীজলা জেলার সিএমও ডা. রঞ্জন বিশ্বাস, জেলা কোভিডের নোডাল অফিসার ডা. অরিজিৎ বড়ুয়া, তথ্য ও সংস্কৃতি দপ্তরের সহ অধিকর্তা পাঞ্চালী দেববর্মা প্রমুখ।