স্টাফ রিপোর্টার, শান্তিরবাজার, ১ জুন।। দক্ষিণ ত্রিপুরা জেলার শান্তিরবাজারে মর্মান্তিক মৃত্যু হয়েছে শ্রমিকের। শ্রমিকরা বিদ্যুৎ টাওয়ারের কাজ করতে গেলে আচমকা মাটি ধসে পড়ে। মাটির নিচে চাপা পড়ে এক শ্রমিক। বিদ্যুতের টাওয়ারের কাজ করার সময় মাটি ধসে পরে বড় ধরনের দুর্ঘটনা ঘটেছে। মাটির নিচে চাপা পড়ে মৃত্যু হয়েছেএক শ্রমিকের।
ঘটনা শান্তিরবাজার বিদুৎ নিগম অফিসের কাছে। ঘটনার খবর পেয়ে শান্তিরবাজার থানার পুলিশ এবং টিএসআর বাহিনী অকুস্থলে ছুটে যায়। টিএসআর বাহিনীর জওয়ানরা ধসের নিচ থেকে এক শ্রমিকের মৃতদেহ উদ্ধার করে। ঘটনার খবর পেয়ে এনডিআরএফ এর জওয়ানরাও ঘটনাস্থলে ছুটে আসে।
ধস চাপায় শ্রমিকের মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়তেই গোটা এলাকায় শোকের ছায়া নেমে আসে।ধস চাপায় মৃত শ্রমিকের পরিবারকে উপযুক্ত আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার জন্য প্রশাসনের কাছে দাবি জানিয়েছেন এলাকাবাসী।