স্টাফ রিপোর্টার, আগরতলা, ১ জুন।। সোমবার রাজধানী আগরতলা শহর সংলগ্ন প্রতাপগড় এর রামকৃষ্ণ পল্লী এলাকায় বজ্রপাতে বাড়িঘরে বিভিন্ন বৈদ্যুতিন সামগ্রীর মারাত্মক ক্ষতি হয়েছে।সোমবার সকাল থেকেই আকাশ কালো মেঘে ঢাকা। ঝিরঝির বৃষ্টি পড়তে থাকে।
বেলা সাড়ে দশটা নাগাদ হঠাৎ বিকট আওয়াজে বজ্রপাত হয়। বজ্রপাতের ফলে রাজধানী আগরতলা শহর সংলগ্ন প্রতাপগড় এর রামকৃষ্ণ পল্লী এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এলাকার প্রায় ৬০-৭০ টি পরিবারের টিভি ফ্রিজ ফ্যান সহ অন্যান্য সামগ্রী ক্ষতিগ্রস্ত হয়েছে।
এলাকাবাসী জানান হঠাৎ বিকট আওয়াজ এর বজ্রপাত ঘটে। তাতে আতকে উঠে এলাকাবাসী। মুহূর্তেই বিদ্যুৎ চলে যায়। বাড়িঘরে বিদ্যুতের তার পুড়ে গন্ধ বের হয়। খোঁজ খবর নিয়ে জানা যায় এলাকার প্রতিটি বাড়িতে বজ্রপাতের ফলে বৈদ্যুতিন সামগ্রিক ক্ষতিগ্রস্ত হয়েছে। বেশ কিছুক্ষণ ওই এলাকা অন্ধকারাচ্ছন্ন ছিল।
এলাকাবাসীর তরফ থেকে খবর পাঠানো হয় বিদ্যুৎ নিগমের অফিসে। বিদ্যুৎ নিগমের কর্মীরা এসে ঘটনা প্রত্যক্ষ করেন। পুনরায় এলাকায় বিদ্যুৎ সংযোগ চালু করা হয়। তবে অনেকের বাড়িঘরে বিদ্যুতের তার পুড়ে যাওয়ায় এখনো বিদ্যুৎ সংযোগ স্থাপিত হয়নি।
বজ্রপাতে আগরতলা শহর সংলগ্ন প্রতাপগড় এর রামকৃষ্ণ পল্লীতে বৈদ্যুতিন সামগ্রির ক্ষতি হলেও প্রাণহানির কোন খবর নেই। তবে বৃহৎ আওয়াজে বজ্রপাত ঘটায় এলাকার মানুষ আতঙ্কিত হয়ে পড়েন।